বিদিশার দিশা
রেজাউল করিম খোকন ।
এ সপ্তাহে বলিউডে আরও এক নতুন নায়িকার অভিষেক হচ্ছে। বলিউডে নতুন নায়িকার আগমন ও পদচারণা নতুন কোনো বিষয় নয়। তবে এ সপ্তাহের ছবি ‘এমএস ধোনি :দ্য আনটোল্ড স্টোরি’তে নতুন নায়িকা দিশা পাটানির আত্মপ্রকাশ বলিউডে আগেভাগেই আলোড়ন তুলেছে। বিখ্যাত ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির বাস্তব জীবনের নানা জানা-অজানা কাহিনি নিয়ে এ ছবির চিত্রনাট্য সাজানো হয়েছে। এক সাধারণ রেলওয়ে টিকেট চেকার থেকে অনেক চেষ্টা, শ্রম আর ত্যাগের বিনিময়ে ভারতীয় ক্রিকেট দলের সেরা খেলোয়াড় হয়ে ওঠার গল্পের পাশাপাশি ধোনির একান্ত ব্যক্তিজীবনের খুঁটিনাটি বিষয় উঠে এসেছে এ সিনেমায়। আবেগময় নানা অধ্যায়ের কথাও তুলে ধরা হয়েছে এই বায়োপিকে।
‘এমএস ধোনি :দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে বিখ্যাত এই ক্রিকেটারের প্রেমিকা প্রিয়াঙ্কা বার ভূমিকায় রূপদান করেছেন দিশা পাটানি। ধোনি যখন ক্রিকেট তারকা হিসেবে প্রতিষ্ঠিত হননি, নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন, তখন তার পাশে অনুপ্রেরণার উত্স হিসেবে ছিলেন প্রেমিকা প্রিয়াঙ্কা। পরবর্তী সময়ে এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। প্রেমিকা হারানোর ঘটনা ক্রিকেটার ধোনিকে প্রচণ্ডভাবে আলোড়িত করেছিল। যদিও এ বিষয়ে তিনি আগে কখনো মুখ ফুটে কাউকে তেমন কিছু বলেননি। তবে তার বায়োপিক মুভিতে প্রেমিকা প্রিয়াঙ্কা এবং স্ত্রী সাকশি চরিত্র-দুটি থাকছে। ধোনির প্রেমিকা প্রিয়াঙ্কার চরিত্রে অভিনয় করেছেন মডেলিং জগত্ থেকে আসা সিনেমার নতুন মুখ দিশা পাটানি। এ ছবিতে ধোনির বউ সাকশি সেজেছেন কিয়ারা আদভানি।
মুক্তিপ্রতীক্ষিত এই বহুল আলোচিত বলিউডি সিনেমার ট্রেলর এবং রোমান্টিক গানের দৃশ্যে ধোনিরূপী অভিনেতা সুশান্ত সিং রাজুপুত্রের পাশে নতুন মুখের অভিনেত্রী দিশা পাটানিকে দেখে দর্শক এরমধ্যে দারুণ কৌতূহলী হয়েছেন। যদিও দিশা সবার কাছে ততটা অপরিচিত মুখ নন। অল্প কয়েক মাস আগে বিভিন্ন টিভি চ্যানেলে টি-সিরিজ থেকে প্রকাশিত মিট ব্রাদার্স ও অদিতি সিং শর্মার গাওয়া গান ‘বেফিকরে’-এর মিউজিক ভিডিওতে টাইগার স্রফের সঙ্গে দিশাকে দেখা গেছে। প্রাণবন্ত উদ্দাম উচ্ছল প্রেমিক-প্রেমিকা জুটি হিসেবে ‘বেফিকরে’ মিউজিক ভিডিওতে টাইগার শ্রফ ও দিশা পাটানির চমত্কার পারফর্ম্যান্স এবং তাদের জমজমাট কেমিস্ট্রি সবাইকে ভীষণভাবে আলোড়িত করেছে।
২০১৩ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইন্দোর সুন্দরী প্রতিযোগিতায় ফাস্ট রানারআপ হওয়া দিশার জন্ম ভারতের বেরিলিতে। ব্যাচেলর অব টেকনিক্যালের ছাত্রী থাকা অবস্থায় মডেলিং আর র্যাম্পের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি।