বিপিএল মাতাতে ঢাকায় গেইল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর মাতাতে বাংলাদেশে পৌঁছেছেন উইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। শনিবার (৫ জানুয়ারি) সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। ঢাকায় পৌঁছে ইতোমধ্যে দলের কর্মকর্তা ও খেলোয়াড়দের সাথে দেখা করেছেন গেইল। বিপিএলের এ আসরে তিনি খেলবন রংপুর রাইডার্সের হয়ে। গত আসরেও তিনি রংপুরের হয়ে মাঠ মাতিয়েছিলেন। রংপুরের প্রথম শিরোপা জয়ের পেছনেও ছিল ক্যারিবীয় এই ক্রিকেটারের বড় অবদান।

প্রথম দিনেই দুপুর সাড়ে ১২টায় বর্তমান চ্যাম্পিয়নরা মুখোমুখি হয়েছে চিটাগং ভাইকিংসের। মারকুটে এই ব্যাটসম্যান এই ম্যাচে খেলছেন না। আগামীকাল রবিবার খুলনা টাইটান্সের বিপক্ষে তিনি খেলবেন বলে জানানো হয়েছে রংপুর ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে।

একনজরে রংপুর রাইডার্সের খেলার সূচি

প্রথম ধাপ (শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর)
০৫.০১.২০১৯ রংপুর রাইডার্স বনাম চিটাগং ভাইকিংস০৬.০১.২০১৯ খুলনা টাইটান্স বনাম রংপুর রাইডার্স০৮.০১.২০১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্স১১.০১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম রংপুর রাইডার্স১৩.০১.২০১৯ রংপুর রাইডার্স বনাম রাজশাহী কিংস

দ্বিতীয় ধাপ (সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম)
১৬.০১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম রংপুর রাইডার্স১৯.০১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম রংপুর রাইডার্স

তৃতীয় ধাপ (শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর)
২২.০১.২০১৯ খুলনা টাইটান্স বনাম রংপুর রাইডার্স২৫.০১.২০১৯ চিটাগং ভাইকিংস বনাম রংপুর রাইডার্স

চতুর্থ ধাপ (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম)
২৮.০১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম রংপুর রাইডার্স২৯.০১.২০১৯ রংপুর রাইডার্স বনাম রাজশাহী কিংস

পঞ্চম ধাপ (শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর)
০২.০২.২০১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্স

রংপুর রাইডার্স স্কোয়াডমাশরাফি বিন মুর্তজা (আইকন), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদী মারুফ, ফারদিন হোসেন এনি, নাহিদুল ইসলাম, আবুল হাসান রাজু ও নাদিফ চৌধুরী, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রবি বোপারা, রাইলি রুশো, বেনি হাওয়েল, শেলডন কটরেল ও শেন উইলিয়ামস।

পালাবদল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.