বিপ্লব ঘটাতে আসছে ১০০ মেগা পিক্সেল ক্যামেরা
কোপেনহেগেন: ডিএসএলআর ক্যামেরা বলতে গেলে এখন সবার ঘরে ঘরে। যার ফলে মানুষের মধ্যে বেড়েছে ছবি তোলার প্রবনতা। ক্যামেরায় যত বেশি মেগাপিক্সেল ছবিও তত বেশি নিখুঁত। ডেনমার্কের বিখ্যাত ক্যামেরা নির্মাতা সংস্থা ফেইস ওয়ান এবার ক্যামেরার দুনিয়ায় নিয়ে এলো ১০০ মেগা পিক্সেলের সিএমওএস সেন্সর ক্যামেরা। ক্যামেরাটির মডেল নম্বর XF 100M। এতদিন পর্যন্ত ছবি তোলার জন্য ক্যামেরা ছিল ৬০ মেগা পিক্সেল। নতুন এই ক্যামেরা দিয়ে ১ শটেই ১০০ মেগা পিক্সেলের ছবি তোলা সম্ভব। এক্স এফ ১০০ এমপিতে ব্যবহৃত সিএমওএস সেন্সরটি পৃথিবীর প্রথম সেন্সর যা ১৬ বিট কালারের ছবি আউটপুট দিতে পারে। ক্যামেরার ছবি এতটাই জীবন্ত হবে যা ১৪ বিট কালারের ক্যামেরা দ্বারা সম্ভব না।
এমনকি এই ক্যামেরায় ছবি তুলতে পরিপূর্ণ লাইট থাকাও জরুরি নয়। ক্যামেরাতে আইএসও ৫০ থেকে শুরু করে ১২,৮০০ পর্যন্ত ব্যবহার করা যাবে যা দিয়ে স্বল্প আলোতেও নিখুঁত ছবি তোলা সম্ভব। ১০০ মেগা পিক্সেলের এই ক্যামেরাটা যদিও অ্যামেচারদের জন্য নয়। পুরোপুরি প্রফেশনাল স্যুটিংয়ের জন্য এই ক্যামেরা ব্যবহার করা যাবে। নতুন এই ক্যামেরার দাম ৪৮ হাজার ৯৯০ ডলার।