বিবিসির সঙ্গে নতুন চুক্তিতে নাদিয়া হোসেন

নতুন একটি অনুষ্ঠানের জন্য বিবিসির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন বাংলাদেশী বংশোদ্ভূত রান্না বিশেষজ্ঞ নাদিয়া হোসেন। তার ‘হোম’ অনুষ্ঠানটি সম্প্রচার করবে বিবিসি। ফলে চ্যানেল ৪ এর ‘গ্রেট ব্রিটিশ বেক অফ’ ভার্সনে তাকে আর দেখা যাওয়ার সম্ভাবনা রইল না।

‘গ্রেট ব্রিটিশ বেক অফ’ ২০১৫ বিজয়ী নাদিয়া ‘দ্য ওয়ান শো’ নামের আসন্ন এক সিরিজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। একই সঙ্গে বিবিসির জন্য অনুষ্ঠান উন্নয়ন পরিকল্পক হিসেবেও কাজ করবেন।

নাদিয়া হোসেন এক বিবৃতিতে বলেন, ‘গ্রেট ব্রিটিশ বেক অফ শিরোপা জয়ের পর থেকে আমি বিবিসির সঙ্গে কিছু চমৎকার কাজ করার সুযোগ পেয়েছি। এ জন্য নিজেকে ভাগ্যবান মনে করছি। এ অনুষ্ঠানটি যেহেতু আমার বাড়িতে করা হবে তাই আমার বিশ্বাস এ বৈচিত্র্যময় প্রকল্পে একটা অনন্য পরিসীমা জুড়ে কাজের সুযোগ থাকবে।’

তিনি আরো বলেন, আমি আনন্দের সঙ্গে বলছি, ‘দ্য ওয়ান শো’ নামের সিরিজ তৈরি করতে যাচ্ছি। কখনই ভাবিনি এসব করবো, কিন্তু এটাই হলো।

চ্যানেল ৪ এ ‘বেক অফ’ অনুষ্ঠানের বিচারক মেরি বেরি, উপস্থাপক (হোস্ট) মেল ও সিউ সহ নিজেদের প্রত্যাহার করে নেয়ার পর নাদিয়াকে বিচারক হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। গত মাসে চ্যানেল ৪ সেই সিরিজের স্বত্ব ৭ কোটি ৫০ লাখ ইউরোতে কিনে নিয়েছে।

বিবিসির কনটেন্ট ডিরেক্টর শার্লট মুর বলেন, নাদিয়া একজন নতুন প্রতিভা। তিনি গত বছর ‘বেক অফ’ প্রতিযোগিতায় তার সৃজনশীলতা দেখিয়েছেন। তার একটি স্বস্তিদায়ক কণ্ঠস্বর আছে। এছাড়া দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করার একটি সহজাত ও প্রাকৃতিক ক্ষমতা আছে তার। নতুন ক্ষেত্রে তাকে দেখতে অমি সত্যি উন্মুখ হয়ে আছি।

শার্লট এর আগে ‘বেক অফ’ প্রোগ্রামটি ‘চুরি’ করে নিয়ে যাওয়ার জন্য চ্যানেল ৪ এর প্রধান জে হান্ট এর কঠোর সমালোচনা করেছিলেন। এখন তিনি নাদিয়াকে পেয়ে উচ্ছ্বসিত।

নাদিয়া এরই মধ্যে বিবিসির জন্য ‘দ্য ক্রনিকলস অব নাদিয়া’ শিরোনামে নিজের সিরিজ উপস্থাপনা শুরু করেছেন। যেখানে তার বাংলাদেশী ঐতিহ্য আবিষ্কারের বিষয়টি উঠে এসেছে।

অন্যদিকে চ্যানেল ৪ ‘বেক অফ’ এর জন্য পল হলিউডের পাশাপাশি নতুন বিচারক ও হোস্ট খুঁজছে।

জানা যাচ্ছে, বিবিসি একটি প্রতিদ্বন্দ্বী অনুষ্ঠান চালুর পরিকল্পনা করছে। যেখানে মেরি, মেল এবং সিউ থাকবে। তবে তা কী ধরনের অনুষ্ঠান হবে সে সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।

সূত্র: হাফিংটন পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.