বিশ্বকাপের পর ওয়ানডেকে বিদায় গেইলের
বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্যাটিং দানব ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের লিখা হয়,‘উইন্ডিজ ব্যাটসম্যান ক্রিস গেইল আগামী বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।’ ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার তরুনদের দলে জায়গা করে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন, ‘ইংল্যান্ডে বিশ্বকাপের পরই পঞ্চাশ ওভারের ক্রিকেটকে বিদায়। অনেক খেলেছি, এবার গ্যালারীতে বসে তরুনদের খেলা উপভোগ করতে চাই।’ ব্যাট হাতে তা-ব চালানো এই ব্যাটসম্যান ক্যারিয়ারে ২৮৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ওয়ানডে ক্রিকেটে তার সংগ্রহ ৯৭২৭ রান। ২৩টি সেঞ্চুরি ও ৪৯টি হাফসেঞ্চুরি করেছেন গেইল। একদিনের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০হাজার রানের মাইলফলক তার সামনে। আর মাত্র ২৭৩ রান করলে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দশ হাজারির ক্লাবে নাম লিখাবেন এই মারকুটে ব্যাটম্যান। এবং আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ১৪তম ক্রিকেটার হিসেবে নাম লিখাবেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম ১০ হাজার রান করেছেন কিংবদন্তি ব্রায়েন লারা। পঞ্চাশ ওভারের ক্রিকেটকে বিদায় জানালেও ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাট ‘টি-টোয়েন্টি’ খেলে যাবেন গেইল।