বিশ্বকাপের প্রথম ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

ওভালে বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ৷ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার বিকাল ৩ঃ৩০ মিনিটে।কালকের ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে রয়েছে

নানা জল্পনা কল্পনা গতকাল অনুশীলনে দলের প্রধান ব্যাটিং ভরসা তামিম ইকবাল হালকা ইনজুরিতে পড়লেও তার হাতে ফ্রাকচার না থাকায় তার খেলার সম্ভাবনাই প্রবল।অন্যদিকে ঐতিহাসিকভাবেই দক্ষিণ আফ্রিকা স্পিনে দুর্বল তাই প্রথম ম্যাচে বাংলাদেশ ৩ পেসার ও ২ স্পিনার এই ফর্মুলাতেই একাদশ সাজাবেন।

তাই সাকিবের সাথে স্পিনার মেহেদি মিরাজের একাদশে থাকা মোটামুটি নিশ্চিত। অন্যদিকে ব্যাটিংয়ে বড় শট খেলতে পারা ও ডেথে ভালো বোলিং করতে পারার জন্য তৃতীয় পেসার হিসেবে দলে থাকার প্রবল সম্ভাবনা

সাইফউদ্দিনের এছাড়া আয়ারল্যান্ডে এক ম্যাচ সুযোগ পেয়েই ৭৬ রান ও ভারতের বিপক্ষে ৭০ রান করে একাদশে জায়গা করে নিতে পারেন লিটন দাশ। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে মোহাম্মদ মিথুনের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি মিরাজ, মাশরাফি মোর্তুজা, মোস্তাফিজুর রহমান।