বিশ্বকাপের সেমির লড়াইয়ে কে কার মুখোমুখি?
গত শনিবার গ্রুপ পর্বের ম্যাচ শেষে দ্বাদশ বিশ্বকাপের সেমিফাইনাল লাইন-আপ চূূড়ান্ত। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আগামী ৯ জুলাই ম্যানচেষ্টারের ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালে আগামী ১১ জুলাই বার্মিংহামের এডজবাস্টনে লড়বে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। দু’টি খেলাই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে।
এবারের বিশ্বকাপের নিয়মনুযায়ী, সেমিফাইনালের লাইন-আপ ঠিক করা হয় লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দল লড়বে চতুর্থস্থানে থাকা দলের বিপক্ষে। আর টেবিলের দ্বিতীয় ও তৃতীয়স্থানে থাকা দল দুটি লড়বে একে অপরের বিপক্ষে। লিগ পর্বে ৯টি করে খেলায় অংশ নিয়ে ৭টি জয়, ১টি করে হার-পরিত্যক্ত ম্যাচে সর্বোচ্চ ১৫ পয়েন্ট পেয়ে টেবিলের শীর্ষস্থান লাভ করে ভারত।
সমানসংখ্যক ম্যাচে ৭টি জয় ও ২টি হারে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থেকে লিগ পর্ব শেষ করে ইংল্যান্ড। ৬টি জয় ও ৩টি হার ছিলো ইংলিশদের। ৯ খেলায় ৫টি জয়, ৩টি হার ও ১টি পরিত্যক্ত ম্যাচে ১১ পয়েন্ট রান রেটে এগিয়ে থেকে টেবিলের চতুর্থ স্থানে থেকে সেমিতে উঠে নিউজিল্যান্ড।
বিশ্বকাপের সেমিফাইনালের সূচি :
০৯ জুলাই ২০১৯- প্রথম সেমিফাইনাল ভারত-নিউজিল্যান্ড- ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেষ্টার- ৩টা ৩০ মিনিট
১১ জুলাই ২০১৯- দ্বিতীয় সেমিফাইনাল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড- এডজবাস্টন, বার্মিংহাম- ৩টা ৩০ মিনিট