বিশ্বকাপে ব্রাজিলের দল ঘোষণা
রাশিয়া বিশ্বকাপের জন্য ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল। তারমধ্যে ১৫ জনের নাম আগেই নিশ্চিত করেছিলেন। বাকি ৮ জনকে নিয়ে সোমবার ঘোষণা করলেন চূড়ান্ত দল।
নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ জেতার মিশনে আগামী ১১ জুন রাশিয়া পৌঁছাবে সেলেকাওরা। মূল পর্বে খেলার আগে দুটি ওয়ার্মআপ ম্যাচে অংশ নিবে মার্সেলো-কুতিনহোরা। আগামী ৩ জুন ক্রোয়োশিয়া ও ১০ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে তিতের শিষ্যরা।
প্রায় সম্ভাব্য সব তারকারাই সুযোগ পেয়েছেন ব্রাজিল দলে। ইনজুরির কারণে শেষ সময়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দানি আলভেজ। তাছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ম্যানসিটির চারজন খেলোয়াড়ই সুযোগ পেয়েছেন ব্রাজিল দলে। তাছাড়া দলে রয়েছেন নেইমার, কৌতিনহো, ফিরমিনোর মতো বড় তারকারাও।
ব্রাজিলের বিশ্বকাপ দল:
গোলকিপার: আলিসন (রোমা), এদেরসন (ম্যান সিটি), কাসিও (করিন্থিয়ানস)।
ডিফেন্ডার: মার্সেলো, দানিলো, থিয়াগো সিলভা), ফিলিপে লুইস, ফাগনার, মার্কুইনহস, মিরান্ডা, পেদ্রো জেরোমেল।
মিডফিল্ডার: উইলিয়ান, ফার্নানদিনহো, পাউলিনিহো, রেনাতো আগুস্তো, কাসেমিরো, ফিলিপে কুতিনিহো ও ফ্রেড।
ফরোয়ার্ড: নেইমার, গ্যাব্রিয়েল জেসুস, রবের্তো ফিরমিনো, ডগলাস কস্তা, তাইসন।