বিশ্বকাপ উপলক্ষ্যে গুগলের বিশেষ ডুডল
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে সার্চ ইঞ্জিন গুগলে তৈরি করেছে বিশেষ ডুডল। গুগলের হোমপেজে গেলেই ব্যবহারকারীরা দেখতে পাচ্ছেন ক্রিকেট স্টেডিয়াম ও ক্রিকেট ম্যাচ।
৮ মার্চ মঙ্গলবার থেকে ভারতের নাগপুরে শুরু হবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ। আইসিসির পূর্ণ ১০ সদস্যদেশ সহ মোট ১৬টি দল অংশ নিচ্ছে জমজমাট এই টুর্নামেন্টে। ভারতের ৭টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টির শিরোপা লড়াই।
তবে মূল লড়াই শুরু ১৫ মার্চ। যাকে বলা হচ্ছে ‘সুপার টেন’ পর্ব। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে দুটি পর্বে। প্রথম পর্বকে বলা যায় ‘বাছাই পর্ব।’ ৮টি দলকে দুই গ্রুপে ভাগ করে খেলানো হচ্ছে এই পর্ব। দুই গ্রুপের দুই সেরা দল উঠে যাবে মূল পর্বে। যারা যোগ দেবে আসল লড়াইয়ে।
আর টি-টোয়েন্টি র্যাংকিংয়ে অনেক পেছনে থাকায় বাংলাদেশকে খেলতে হচ্ছে প্রথম পর্বে। আগামী ৯ মার্চ হল্যান্ডের সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।