বিশ্বের ‘সবচেয়ে সুন্দর’ লাইব্রেরি

বিশ্বের ‘সবচেয়ে সুন্দর’ লাইব্রেরি

লাইব্রেরি মানেই যেন তাকে তাকে সাজিয়ে রাখা কিছু বই। যেখানে পিন পতন নিরবতায় পড়াশোনা করতে থাকে সবাই। লাইব্রেরি বলতে সাধারণত এমন দৃশ্যই ভেসে ওঠে চোখের সামনে।

লাইব্রেরী 002
কিন্তু একটি লাইব্রেরি যে কতটা বৈচিত্রময় হতে পারে তার উদাহরণ হতে পারে প্রাগ এর দ্য ক্লেমেনটিয়াম লাইব্রেরি। চেক প্রজাতন্ত্রে ১৭৭২ সালে যাত্রা শুরু করে এই লাইব্রেরি। বিভিন্ন মতামত জরিপে বিশ্বের সবচেয়ে সুন্দর লাইব্রেরির খেতাব পেয়েছে এটি।

লাইব্রেরিটিতে শুধু ২০ হাজারেরও বেশি বই নয় এর নির্মাণশৈলীও মুগ্ধ করবে যে কাউকে।

লাইব্রেরী 003
এর ছাদগুলো ১৭৮১ সালে নকশা করেছিলেন জ্যান হিয়েবল। চেক সাহিত্যের ভাণ্ডার স্থাপন করেন পরিচালক ক্যারেল রাফায়েল। লাইব্রেরিটি মূলত জিসুইট বা খ্রিষ্টান বিশ্ববিদ্যালয়ের একটি অংশ ছিলো যা বিশ্বের তৃতীয় বৃহত্তম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.