বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হচ্ছেন সানা মারিন
ফিনল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ৩৪ বছরের সানা মারিন৷ দেশটির নতুন জোট সরকারের পাঁচ অংশীদারের মধ্যে মারিনের দল সংখ্যাগরিষ্ঠ৷ আগামী সপ্তাহে পার্লামেন্টের অনুমোদন পেলেই তিনি হবেন বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান৷
সোশাল ডেমোক্র্যাটিক পার্টি অব ফিনল্যান্ড রোববার তাদের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে দলের উপনেতা সানা মারিনের নাম ঘোষণা করে৷ পার্টি কাউন্সিলের ভোটে মারিন ৩২-২৯ ভোটে অ্যান্টি লিন্ডম্যানকে হারান৷
পার্লামেন্টের অনুমোদন পেলে আগামী সপ্তাহের শেষ দিকে শপথ নিতে পারেন মারিন৷ সেক্ষেত্রে তিনি হবেন ফিনল্যান্ডের সর্বকনিষ্ঠ এবং তৃতীয় নারী প্রধানমন্ত্রী৷ শুধু ফিনল্যান্ডেরই নয়, তখন তিনি বিশ্বেরই সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হবেন৷
পার্টি কাউন্সিলের ভোটে শক্ত প্রতিদ্বন্দ্বী অ্যান্টি লিন্ডম্যানকে হারানোর পর মারিন বলেন, ‘‘আমাদের এখন সামনের দিকে তাকাতে হবে৷ আত্মবিশ্বাস বাড়াতে আমাদের প্রচুর কাজ করতে হবে৷’’
যদিও শুরুতে মারিন নয়, বরং অ্যান্টি রিনে ছিলেন সোশাল ডেমোক্র্যাটিক পার্টি অব ফিনল্যান্ডের পছন্দের প্রধানমন্ত্রী৷ কিন্তু জোটের গুরুত্বপূর্ণ অংশীদার ফিনিশ সেন্টার পার্টি রিনের প্রতি অনাস্থা প্রকাশ করে সমর্থন তুলে নিতে চাইলে গত মঙ্গলবার তিনি পদত্যাগ করেন৷
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্দার্নের মতো মারিনও সদ্য মা হয়েছেন৷ গত বছর তিনি কন্যা সন্তানের জন্ম দেন৷ মারিন নিজে একজন সিঙ্গেল মায়ের সন্তান এবং এজন্য তাকে বৈষম্যের শিকার হতে হয়েছে বলে জানান৷
ডয়চে ভেলে ।