বিশ্ব মিডিয়ায় বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে বুধবার রাতে বাংলাদেশ ক্রিকেট দলের অবিস্মরণীয় জয়ের খবর বিভিন্ন বিদেশী গণমাধ্যমে ফলাও করে ছাপা হয়েছে। পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য ডন লিখেছে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। পত্রিকাটি আরও লিখেছে ২৮ রানে চার উইকেট হারানো পাকিস্তান শেষ অবধি সাত উইকেটে ১২৯ রান করে। জবাবে বাংলাদেশ ১৯.১ ওভারেই পাঁচ উইকেটে ১৩১ রানে পৌঁছে যায়। পত্রিকাটি মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিংয়েরও ভূয়সী প্রশংসা করেছে।
ভারতের সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা ‘পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ’ শিরোনামে সংবাদ ছেপেছে। এতে বলা হয়েছে, বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয় এনে দিলেন মাহমুদউল্লাহ। তার পরই ভাঙল গ্যালারি থেকে রিজার্ভ বেঞ্চে উচ্ছ্বাসের বাঁধ। পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপ ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ। তবে টাইগাররা এ ম্যাচে যেভাবে ব্যাট করেছে এশিয়া কাপে এখনও কোনো দল তা করেনি।
পত্রিকাটি তাদের ‘এগারো বাঙালি বাঘের লড়াইয়ে আবেগাশ্রুতে ভাসল শেরেবাংলা’ অপর একটি শিরোনামের সংবাদে লিখেছে, দুরন্ত বাংলাদেশ। অসাধারণ বোলিং। তাতেও ছাপিয়ে গেল ব্যাটিং। যেটা হয়তো স্বপ্নেও ভাবেনি পাকিস্তান। এভাবে বাংলাদেশের ব্যাট তাদের বাড়ি পাঠিয়ে দিল। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি বাংলা তাদের ‘পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ’ শিরোনামে লিখেছে, ঢাকায় এশিয়া কাপ ক্রিকেটের শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শেষ ওভারের প্রথম বলে মাহমুদউল্লার চারে পাঁচ উইকেটে লক্ষ্য ছাড়িয়ে যায় স্বাগতিক দল। এই জয়ের ফলে রোববার ফাইনালে আবারও ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। তারা আরও লিখেছে গত তিনটি টি ২০ ম্যাচে তাড়া করতে গিয়ে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের বিরুদ্ধে এই সাফল্য ফাইনালে নিঃসন্দেহে তাদের মনোবল বাড়াবে। ওয়েবসাইট।
ভারতের সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা ‘পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ’ শিরোনামে সংবাদ ছেপেছে। এতে বলা হয়েছে, বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয় এনে দিলেন মাহমুদউল্লাহ। তার পরই ভাঙল গ্যালারি থেকে রিজার্ভ বেঞ্চে উচ্ছ্বাসের বাঁধ। পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপ ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ। তবে টাইগাররা এ ম্যাচে যেভাবে ব্যাট করেছে এশিয়া কাপে এখনও কোনো দল তা করেনি।
পত্রিকাটি তাদের ‘এগারো বাঙালি বাঘের লড়াইয়ে আবেগাশ্রুতে ভাসল শেরেবাংলা’ অপর একটি শিরোনামের সংবাদে লিখেছে, দুরন্ত বাংলাদেশ। অসাধারণ বোলিং। তাতেও ছাপিয়ে গেল ব্যাটিং। যেটা হয়তো স্বপ্নেও ভাবেনি পাকিস্তান। এভাবে বাংলাদেশের ব্যাট তাদের বাড়ি পাঠিয়ে দিল। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি বাংলা তাদের ‘পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ’ শিরোনামে লিখেছে, ঢাকায় এশিয়া কাপ ক্রিকেটের শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শেষ ওভারের প্রথম বলে মাহমুদউল্লার চারে পাঁচ উইকেটে লক্ষ্য ছাড়িয়ে যায় স্বাগতিক দল। এই জয়ের ফলে রোববার ফাইনালে আবারও ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। তারা আরও লিখেছে গত তিনটি টি ২০ ম্যাচে তাড়া করতে গিয়ে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের বিরুদ্ধে এই সাফল্য ফাইনালে নিঃসন্দেহে তাদের মনোবল বাড়াবে। ওয়েবসাইট।