বিসমিল্লাহির রহমানির রাহিম’ যে কারণে নাজিল হয়েছে
বিসমিল্লাহির রহমানির রাহিম’ যে কারণে নাজিল হয়েছে
হযরত ইমাম আবু হানীফা (রহ.) এর মতে বিসমিল্লাহ সূরায়ে ফাতিহা কিংবা অপর কোন সূরার অংশ বিশেষ নয় বরং বরকত লাভের উদ্দেশ্যে অথবা দুটি সূরার মাঝে পার্থক্য নির্ণয়ের লক্ষ্যে প্রতিটি সূরাই বিসমিল্লাহ দ্বারা শুরু করা হয়েছে।
বিসমিল্লাহির রহমানির রাহিম
পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি।
শানে নুজুল
মদীনা ও বসরার কারীগণ এবং হযরত ইমাম আবু হানীফা [রহ.] সহ কুফার অন্যান্য ফুকাহায়ে কিরামের মাযহাব মতে বিসমিল্লাহ সূরায়ে ফাতিহা কিংবা অপর কোন সূরার অংশ বিশেষ নয় বরং বরকত লাভের উদ্দেশ্যে অথবা দুটি সূরার মাঝে পার্থক্য নির্ণয়ের লক্ষ্যে প্রতিটি সূরাই বিসমিল্লাহ দ্বারা শুরু করা হয়েছে।
হযরত ইবনে আব্বাস [রা.] বলেন, রাসূলে কারীম [সা.] বিসমিল্লাহ অবতীর্ণ হওয়া পর্যন্ত দুটি সূরার মাঝে পার্থক্য বিধান করতেন না তথা সূরার শুরু-শেষ বুঝতেন না।
ইমাম হাকেম [রহ.] উপরিউক্ত রিওয়ায়েতের বিশুদ্ধতা স্বীকার করে বলেন, এ রিওয়ায়েতটি শাইখাইন তথা ইমাম বুখারী ও ইমাম মুসলিম [রহ.]-এর শর্তের অনুকূলে আছে। উক্ত রিওয়ায়েত মুরসাল হওয়াকে অধিক শুদ্ধ বলেছেন। (মাযহারী)