বিসিএস পরীক্ষার হলে হাতঘড়ি নিষিদ্ধ
সেলফোন ও ক্যালকুলেটরের পর বিসিএস পরীক্ষায় এবার ঘড়ি ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন (বিপিএসসি)। গতকাল কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বিসিএস পরীক্ষার হলে প্রার্থীদের সময় জানার জন্য দেয়াল ঘড়ি রাখা হবে।
৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা থেকে ক্যালকুলেটরসহ বিভিন্ন ধরনের ইলেকট্র্রনিক ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় বিপিএসসি। এবারো মোবাইল ফোন, সব ধরনের ইলেকট্র্রনিক যোগাযোগ যন্ত্র, ক্যালকুলেটর, বই ও ব্যাগ নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না বলে বিপিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিপিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রিলিমিনারি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ রয়েছে। বিসিএস পরীক্ষায় হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্র্রনিক ঘড়ি ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।’ নিষেধ না মেনে এসব নিয়ে কেউ পরীক্ষার হলে ঢুকলে তার প্রার্থিতা বাতিলসহ কমিশনের সব পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
পিএসসি সূত্রে জানা যায়, আগামী ৮ জানুয়ারি ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে। সারা দেশের ২ লাখ ১১ হাজার ৩২৬ জন সরকারি চাকরিপ্রত্যাশী এ পরীক্ষায় অংশ নেবেন। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সার্কুলার অনুযায়ী এ বিসিএসের মাধ্যমে দুই হাজার ১৮০টি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা পদে লোক নিয়োগের কথা রয়েছে।