বিয়ের পিঁড়িতে বসছেন তিন ক্রিকেটার!
বিয়ের পিঁড়িতে বসছেন তিন ক্রিকেটার। জুটি গড়ার তালিকায় আছেন মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান আর মুমিনুল হক। তিন তরুণ ক্রিকেটারের বিয়ের খবরে নড়েচড়ে বসেছেন তাদের ভক্তরা।
মিরাজের হবু বউয়ের নাম রাবেয়া আখতার প্রীতি। দুজনের বাড়ি একই শহর খুলনায়। মিরাজ-প্রীতির প্রেমের সম্পর্ক প্রায় অর্ধযুগ ধরে। অনেক দিন ধরেই মিরাজ ভাবছিলেন বিয়েটা সেরে ফেলবেন। কিন্তু কবে করবেন, ঠিক সময় হয়ে উঠছিল না। বিশ্বকাপের আগে পাওয়া লম্বা বিরতিটা কাজে লাগাতে চাইছেন মিরাজ। আজকালের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।
মোস্তাফিজের হবু বউ সামিয়া পারভীন শিমু মোস্তাফিজের মামাতো বোন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। আগামীকাল শুক্রবার আক্দ হলেও অনুষ্ঠান করবেন বিশ্বকাপের পর।
আর মুমিনুল বিয়ে করবেন আগামী ১৯ এপ্রিল। কনে ফারিহা বাশার, বাসা মিরপুর ডিওএইচএসে। ফারিহা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।