বিয়ে হতে না হতেই বাচ্চার প্রসঙ্গ, মুখ খুললেন নিক-প্রিয়ঙ্কা
২০ ডিসেম্বর মুম্বইতে রিসেপশন রয়েছেন তারকা এই দম্পতি। এরই মধ্যে দম্পতিকে ঘিরে শোনা গেল এক নতুন খবর।
ডিসেম্বর ১ ও ২ তারিখ রাজস্থানে মহা ধুমধামে বিয়ে হয়েছে প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাসের। এখন হানিমুনের জন্য ওমানে গিয়েছেন তাঁরা। ২০ ডিসেম্বর মুম্বইতে রিসেপশন রয়েছেন তারকা এই দম্পতি। তার আগেই দেশে ফেরার কথা রয়েছে তাঁদের। এরই মধ্যে দম্পতিকে ঘিরে শোনা গেল এক নতুন খবর।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিক দাবি করেছেন, তিনি তাঁর বাড়িতে নতুন অতিথি চান। সেখানেই বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। কেবল একটি নয়, অনেকগুলি সন্তান চান নিক। এমনই ইচ্ছার কথা নাকি প্রিয়ঙ্কাকে জানিয়েছেন তিনি। নিজের ভাইপো ও ভাইঝিকেও খেলার একজন সঙ্গী দিতে চান বলে জানিয়েছেন নিক।
বিয়ের পরে প্রকাশ্যে ইশা অম্বানির বিয়েতে দেখা গিয়েছে নিক-প্রিয়ঙ্কাকে। নিজেদের একাধিকও ছবিও সোশ্যাল সাইটে শেয়ার করেছেন এই দম্পতি। এখন মুম্বইয়ের রিসেপশনের পরে এই দম্পতি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কী জানায়, সেই দিকেই তাকিয়ে রয়েছেন তাঁদের ভক্তরা। এবেলা.ইন |