বিয়ে হয়ে গেল আজহার পুত্র আসাদের, পাত্রী সানিয়ার বোন আনম

অবশেষে মিলে গেল বাইশ গজ আর টেনিস কোর্ট। দেশ সাক্ষী হল এক গ্র্যান্ড ওয়েডিং-এর। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আজহারউদ্দিনের ছেলে আসাদউদ্দিনের সঙ্গে বিয়ে হয়ে গেল ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার বোন আনম মির্জার। পেঁয়াজ রঙের লেহেঙ্গা পরেছিলেন আনম। গলায় ভারী গয়না, হাত ভর্তি চুড়ি…রাজকীয় পোশাকে তিনি যেন অপরূপা। স্ত্রীর সঙ্গে তাল মিলিয়ে আসাদ পরেছিলেন ঘিয়ে রঙের কুর্তা। তাতে আবার হাল্কা বেগুনি রঙের কাজ। মাথায় পাগড়ি। আসাদও কিন্তু কোনও অংশে কম যান না।

বর-কনের সঙ্গে তাল মিলিয়ে সাজলেন সানিয়াও। হাজার হোক, বোনের বিয়ে বলে কথা! পরেছিলেন ময়ুর-রঙা লেহেঙ্গা। সঙ্গে মানানসই কুন্দনের সেট। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তেই সানিয়ায় ড্রেসিং সেন্সের তারিফে উচ্ছ্বসিত নেটিজেনেরা।

বেশ কিছু দিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল আনম-আসাদের প্রেমের কথা। কিন্তু কিছুতেই স্বীকার করছিলেন না তাঁরা। এই বছরই সেপ্টেম্বর নাগাদ ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন আনম। ছবিতে পিছনে এক জায়গায় লেখা ছিল ‘ব্রাইড টু বি’। সে সময় আনন্দবাজার ডিজিটালের পক্ষ থেকে সরাসরি আজহারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছিলেন, ছেলে আসাদের সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন সানিয়ার বোন। অবশেষে শেষ হল প্রতীক্ষা। এক হল চার হাত।

আনন্দবাজার