বীরদর্পে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল
কোনো গোল খায়নি নেইমারের দল। বরং দুই গোল দিয়ে মেক্সিকোকে হারালো ব্রাজিল। বীরের মতই যেন কোয়ার্টার ফাইনালে স্থান করে নিলো ব্রাজিল।
খেলার শেষের দিকে ৮৮ মিনিটে দ্বিতীয় গোল দিয়ে জয় প্রায় নিশ্চিত করে ব্রাজিল। চাপের মুখে পড়ে যায় মেক্সিকো।
এর আগে দ্বিতীয়ার্ধের শুরুতে চমক দেখান নেইমার। তাঁর দেয়া গোলে কাটে গোলশূন্যতার সমতা, এগিয়ে যায় ব্রাজিল।
দুই গোল খেয়ে পরাজিত মেক্সিকো বাদ পড়লো বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল থেকে। যদিও প্রথমার্ধে ব্রাজিলকে বেশ আক্রমণের মুখে রেখেছিল তারা।
এ নিয়ে বিশ্বকাপে পঞ্চম বারের মতো মুখোমুখি হয় ব্রাজিল আর মেক্সিকো। আগের চারবারের দেখায় তিনবারই জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। একটা ম্যাচ ড্র হয়েছিল। চার ম্যাচে কোনো গোলের দেখা পায়নি মেক্সিকো। আর ব্রাজিল দল মেক্সিকোর জালে বল পাঠিয়েছে ১১বার। অর্থাৎ, গোলের হিসেবে ব্রাজিল ১১-০ ব্যবধানে এগিয়ে।
সব মিলিয়ে এবার ব্রাজিল-মেক্সিকোর ৪১তম মুখোমুখি লড়াই। এর মধ্যে ২৩বার জয়ের দেখা পেয়েছে ব্রাজিল। আর মেক্সিকোর জয় ১০ ম্যাচে।
ব্রাজিল একাদশে ইনজুরি আক্রান্ত ডিফেন্ডার মার্সেলোকে বেঞ্চে রেখে একাদশ সাজান কোচ তিতে। অন্যদিকে মেক্সিকো দলে নিষেধাজ্ঞার কারণে নামতে পারেননি মোরেনো। তার স্থলাভিষিক্ত হন কারকুইজ।
Source:bbarta24.net