বুর্জ খলিফাকে ছাড়াতে যাচ্ছে জেদ্দা টাওয়ার
জেদ্দা টাওয়ার (নকশা)
বিশ্বের সবচেয়ে উঁচু ভবন কোনটি? উত্তর অনেকেরই জানা, দুবাইয়ের বুর্জ খলিফা। কিন্তু ২০১৮ সালে সুউচ্চ ভবনের খেতাবটি পাবে ‘জেদ্দা টাওয়ার’। কারণ বুর্জ খলিফা থেকে এক কিলোমিটার উঁচু হবে এ ভবনটি।
১৭০ তলা ভবনের আগের নাম ছিল ‘কিংডম টাওয়ার’। ২০১৩ সালে ভবনের নির্মাণ কাজ শুরু হয়। ভবনটিতে হোটেল, অ্যাপার্টমেন্ট ও বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস থাকবে।
ভবনটির কাজ দ্রুত শেষ করার জন্য তহবিল দিয়েছে সৌদির একটি প্রতিষ্ঠান।
কিংডম হোল্ডিংয়ের চেয়ারম্যান সৌদি প্রিন্স আলওয়ালেদ বিন তালাত রোববার জানান, জেদ্দা টাওয়ারের কাজ শেষ করতে প্রতিষ্ঠানটির শাখা জেদ্দা ইকোনমিক কোম্পানি সৌদি আরবেরই অ্যালিনমা ইনভেস্টমেন্টের সাথে দুই বিলিয়ন ডলারের চুক্তি করেছে।
আগে ভবনটির নির্মাণ খরচ ধরা হয়েছিল ১.২ বিলিয়ন ডলার।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, অ্যালিনমা ইনভেস্টমেন্ট দ্বারা পরিচালিত অ্যালিনমা ব্যাংক জেদ্দা টাওয়ারের জন্য আর্থিক সহায়তা দিবে। তবে জেদ্দা ইকোনমিক কোম্পানিই এই প্রজেক্টের মাস্টার ডেভলপার থাকবে।
গত বছর প্রিন্স আলওয়ালেদ বিন তালাত বলেছিলেন, ২০১৮ সাল নাগাদ জেদ্দা টাওয়ারের কাজ শেষ হবে।
ওই সময় ভবনটির চার তলার কাজ শেষ হয়েছিল। তিনি বলেছিলেন, চার দিনে ভবনটির একতলা করে কাজ শেষ হবে।
সেই অনুযায়ী বর্তমানে ৯০ তলার কাজ শেষ হওয়ার কথা কিন্তু গতকালের বিবৃতিতে বলা হয়, ভবনটির মাত্র ২৬ তলার কাজ শেষ হয়েছে।
জেদ্দা ইকোনমিক কোম্পানির প্রধান নির্বাহী মুনিব হামুদ বলেন, ‘যেহেতু চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং তহবিলও পাওয়া গেছে’ আশা করছি নিদিষ্ট সময়েই ভবনটির নির্মাণ কাজ শেষ হবে।
সূত্র : আল-জাজিরা