বৃষ্টির কারণে বইমেলা সাময়িক বন্ধ
আজকের ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে বইমেলা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। মেলা কমিটির সদস্যসচিব জালাল আহমেদ এ কথা জানান।
এ ছাড়া বইমেলা তথ্য কেন্দ্র থেকেও মাইকে বইমেলা সাময়িক বন্ধ ঘোষণার কথা প্রচার করা হচ্ছে।
বৃষ্টিতে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনেক প্রকাশনের স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্টলে বই ভিজে গেছে। ছবিটি তুলেছেন হাসান রাজাআজকের বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে ৫০ টির বেশি স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সংখ্যাটা আরও বেশি হতে পারে।
আজ সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা ছিল। দুপুরের দিকে নামল কয়েক মিনিটের ঝুম বৃষ্টি। ফাগুনের এ সময় বৃষ্টির জন্য কেউই প্রস্তুত ছিলেন না। তাই আচমকা এই বৃষ্টির ফলে বই মেলার অনেক স্টলের বই ভিজে গেছে। পানি জমেছে বিভিন্ন স্টলের সামনে। ছবিটি তুলেছেন সাইফুল ইসলামআজ সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা ছিল। দুপুরের দিকে নামল কয়েক মিনিটের ঝুম বৃষ্টি। ফাগুনের এ সময় বৃষ্টির জন্য কেউই প্রস্তুত ছিলেন না। তাই আচমকা এই বৃষ্টির ফলে বই মেলার অনেক স্টলের বই ভিজে গেছে। পানি জমেছে বিভিন্ন স্টলের সামনে। ছবিটি তুলেছেন সাইফুল ইসলামমেলার বাউন্ডারিগুলো ভেঙে গেছে। বৃষ্টির পানি আটকে আছে মেলা চত্বরে।
আটকে থাকা পানি সরানোর জন্য যন্ত্র আনা হয়েছিল। তবে বেলা আড়াইটার দিকে আবারও বৃষ্টি শুরু হলে পানি সরানোর কাজ বন্ধ করে দেওয়া হয়।
এবারের মেলায় ৪০২টি প্রতিষ্ঠানের ৬৫১টি স্টল আছে।প্রথম আলো।