বেইলি রোডের সেই শিশুটি মারা গেছে
বিবিসি বাংলা: জন্মের পরই কাঁথা মুড়িয়ে পাঁচতলার জানালা দিয়ে নিচে ফেলে দিয়েছিল মা।
তারপরেও বিস্ময়করভাবে বেঁচে গিয়েছিল শিশুটি। পচিশদিন জীবনের সঙ্গে লড়াই করে আজ দুপুরে হেরে গেছে আলোচিত শিশুটি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ও চিকিৎসক খাজা আবদুল গফুর বিবিসি বাংলাকে জানিয়েছেন, শিশুটির শরীরের অবস্থা ক্রমেই অবনতি হবার এক পর্যায়ে আজ দুপুর সাড়ে বারোটায় সে মারা গেছে।রক্তে সংক্রমণ, শরীরে কয়েকটি ফ্রাকচার এবং পেটের সংক্রমণসহ আরো নানা জটিলতায় ভুগছিল শিশুটি।
ডা. গফুর জানিয়েছেন, এখন শিশুটির ময়নাতদন্ত করা হবে।এরপর লাশ দাফনের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হবে।শিশুটির কোন নাম রাখা হয়নি।মৃত্যুর সময় পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নথিতে ‘বেবি অব বিউটি’ নামেই নিবন্ধিত ছিল।
মঙ্গলবার শিশুটির চিকিৎসায় গঠন করা মেডিকেল বোর্ডের চেয়ারম্যান এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান অধ্যাপক মনীষা ব্যানার্জি জানিয়েছিলেন, শিশুটির অবস্থা তখনো শঙ্কামুক্ত ছিলনা।তার পায়ের ভাঙা হাড়টি চামড়া ভেদ করে বেরিয়ে আসছিল।চিড় ধরেছিল মুখের একটি হাড়েও।ফেটে যাওয়া মাথার দুই পাশে রক্ত জমাট বেঁধে ছিল।এছাড়া শিশুটিকে কয়েক দফায় রক্ত দিতে হয়েছে।
পেটেও সংক্রমণ ছিল।আর যেহেতু সে খেতে পারতো না, সেকারণে তাকে স্যালাইনের মাধ্যমে খাবার দিতে হচ্ছিল।