বেনিতেজকে হটিয়ে মাদ্রিদের নতুন ম্যানেজার ‘জিদান’
রাহাত : গুঞ্জনটা জোরালো হয়ে উঠেছিল এল ক্লাসিকোর পরেই। বার্সেলোনার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ, শোনা যাচ্ছিল বরখাস্ত হতে পারেন রাফায়েল বেনিতেজ। শেষ পর্যন্ত রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ওই যাত্রায় আস্থা রেখেছেন বেনিতেজের ওপর। কিন্তু কাল ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্রয়ের পর আবার গুঞ্জন নতুন করে দানা বেঁধেছিল। গতকাল রিয়ালের পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকা হয়। সেখানেই বেনিতেজকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্লাবের পরিচালক পরিষদের ডাকা এক মিটিং-এ এই সিদ্ধান্ত নেয়া হয় বলে ক্লাব সভাপতি পেরেজ ক্লাবের হয়ে ঘোষনা দেন। তিন আরও বলেন, জিনেদিন জিদানই বেনিতেজেরে জায়গা নেবে।
এরপর বেনিতেজের প্রশংসা করে তিনি বলেন, তিনি খুবই প্রফেশনাল একজন কোচ ছিলেন। বেনিতেজকে ছাটাই করা ক্লাব পরিষদের একটি অত্যন্ত কঠিণ সিদ্ধান্ত ছিল।
জিদান সম্পর্কে পেরেজ বলেন, জিদানকে দায়িত্ব দিয়ে আমরা অনেক স্বস্তি অনুভব করছি। কারণ তার ডায়েরিতে অসম্ভব বলে কোন কিছুর অস্তিত্ব নেই। সবশেষে জিদানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘জিদান এটা তোমার মাঠ, সকল দর্শকরা তোমার পক্ষে থাকবে এবং এখন থেকে তুমি মাদ্রিদের নতুন কোচ।’