বৈশাখি ছড়া
আবদুল বাকী বাদশা
এলো আবার নতুন বছর বাংলা নববর্ষ বৈশাখি ওই রঙিন মেলা’ হৃদয় করে স্পর্শ। কালবৈশাখি যাক নিয়ে যাক উড়িয়ে মনের কালি রঙিন হবে মনটা তখন হরেক ফুলের ডালি। আনন্দ আর হাসির মাঝে করবো বছর বরণ কেউ যেন আজ কষ্ট না পায় রাখবো শুধূ স্মরণ।
এলো আবার নতুন বছর বাংলা নববর্ষ বৈশাখি ওই রঙিন মেলা’ হৃদয় করে স্পর্শ। কালবৈশাখি যাক নিয়ে যাক উড়িয়ে মনের কালি রঙিন হবে মনটা তখন হরেক ফুলের ডালি। আনন্দ আর হাসির মাঝে করবো বছর বরণ কেউ যেন আজ কষ্ট না পায় রাখবো শুধূ স্মরণ।