ভারতের টেলিভিশনে হুমায়ূন আহমেদ

জননন্দিত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ ধারাবাহিক নাটকটি হিন্দিতে সম্প্রচার করবে ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাস৷ এর স্বত্ব কিনে নিয়েছে জনপ্রিয় টিভি চ্যানেলটি৷

স্টারের নেটওয়ার্কে থাকা প্রায় ১৫০টি দেশে হিন্দি ভাষায় ডাবিং করে নাটকটি প্রচার করা হবে৷

স্টার প্লাস গত রবিবার রাত থেকে ‘টুডে ইজ সানডে’ নামে হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ নাটকের জাঁকজমকপূর্ণ বিজ্ঞাপন প্রচার শুরু করেছে৷ বিজ্ঞাপনের প্রোমোতে দেখানো হচ্ছে মেহের আফরোজ শাওন এবং হুমায়ূন আহমেদের বড় মেয়ে শিলা আহমেদ অভিনীত নাটকটির কয়েকটি দৃশ্য৷ ১ অক্টোবর থেকে স্টার প্লাসে দেখা যাবে এই নাটক৷

শাওন নিজের ফেসবুক পাতায় চ্যানেল আই-এর অনলাইন পত্রিকায় প্রকাশিত খবরটি শেয়ার করেছেন৷ খবরটিতে জানানো হয়েছে, ‘‘আগামী ১ অক্টোবর থেকে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় নাটক ‘আজ রবিবার’ প্রচার করা হবে ভারতীয় টিভি টেলিভিশন স্টার প্লাসে৷ চ্যানেল আইয়ের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার মৃত্তিকা গুণ বলেন, ‘আজ রবিবার’ নাটকটি হুমায়ূন আহমেদ চ্যানেল আইয়ের কাছে দিয়েছিলেন৷ চ্যানেল আই প্রচার করার পর নাটকটি এখনো তাদের কাছেই রয়েছে৷ ভারতে হুমায়ূন ভক্ত থাকায় চ্যানেল আই বিশেষ উদ্যোগ নেয় এবং স্টার প্লাস কর্তৃপক্ষ বাংলাদেশের অনুষ্ঠান চালানোর জন্য সর্বপ্রথম হিসাবে হুমায়ূন আহমদের জনপ্রিয় ‘আজ রবিবার’ নাটককে প্রোডাকশন হিসেবে বেছে নেয়৷”

‘আজ রবিবার’ নাটকটি ১ অক্টোবর চ্যানেল আই-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে স্টার প্লাসে রাত সাড়ে এগারোটায় প্রচারিত হবে৷ ৯০-এর দশকে বিটিভিতে প্রচার করা হয় ‘আজ রবিবার’৷ নাটকটিতে অভিনয় করেন আবুল হায়াত, আলী যাকের, মেহের আফরোজ শাওন, শিলা আহমেদ, জাহিদ হাসান, সুবর্ণা মোস্তাফা, আবুল খায়ের, ফারুক আহমেদ, আসাদুজ্জামান নূর প্রমুখ৷

স্টার প্লাস এমন সময় এই উদ্যোগ নিলো যখন বাংলাদেশে ভারতীয় তিনটি টিভি চ্যানেল (স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা) সম্প্রচার বন্ধের আবেদন জানানো হয়েছে আদালতে৷ গত মাসে সুপ্রিম কোর্টে এ বিষয়ে একটি রিট আবেদন করা হয়৷ একই সঙ্গে ভারতীয় চ্যানেল বাংলাদেশে সম্প্রচার না করতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুল চাওয়া হয়৷

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.