ভারতের প্রথম ইলেকট্রিক বাইক

সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বাজারে এসেছে দেশের প্রথম সম্পূর্ণভাবে বিদ্যুৎচালিত বাইক টর্ক টি৬এক্স। টর্ক মোটরসাইকেল-এর তৈরি করা এই বাইকটি যে কোনও ২০০ সিসি ইঞ্জিনের বাইকের সমতুল্য বলেই দাবি করা হচ্ছে। এই বাইকটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ১০০০ টি ইউনিটের প্রি-বুকিং হয়েছে বলে জানিয়েছে কোম্পানি। বাইকের এক্স-শোরুম দাম বেঙ্গালুরুতে ১.২৫ লক্ষ। কী কী বিশেষত্ব এই বাইকের, দেখে নিন এক ঝলকে—

১. রয়েছে একটি ৬ কিলোওয়াট ইলেকট্রিক মোটর যা ৮ ব্রেক হর্স পাওয়ারের সমতুল্য

২. এই বাইকের রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, মোনোশক রিয়ার সাসপেনশন সেটআপ এবং ডিস্ক ব্রেক

৩. একবার ফুলচার্জ দেওয়ার পরে প্রায় ১০০ কিলোমিটার চলবে এই বাইক

৪. এক ঘণ্টায় প্রায় ৮০ শতাংশ চার্জ হয়ে যাবে এই বাইক

 

৫. টর্ক মোটর সাইকেলের কোম্পানি ওয়েবসাইটে বলা হয়েছে মোবাইল অ্যাপ দ্বারাও নিয়ন্ত্রণ করা যাবে এই বাইক কারণ বাইকে থাকছে ৪.৩ ইঞ্চি একটি টিএফটি স্ক্রিন যার মাধ্যমে ক্লাউড কানেক্টিভিটিও সম্ভব হবে

৬. এছাড়া বাইকের ইনস্ট্যান্ট টর্ক ২৭ এনএম বলেও দাবি করছে কোম্পানি ওয়েবসাইট

৭. বাইকটি চালাতে চালাতেই ইউজাররা চার্জ দিয়ে নিতে পারবেন মোবাইল এবং পার্কিংয়ে থাকাকালীন হেলমেট স্টোর করারও জায়গা থাকছে

৮. সর্বোচ্চ গতিবেগ ১০০ কিমি প্রতি ঘণ্টা

সূত্র: এবেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.