ভারতে তৃতীয় লিঙ্গের পুলিশ কর্মকর্তা পৃথিকা
খবরে বলা হয়, পৃথিকা পুরুষ হিসেবে জন্মগ্রহণ করলেও অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্ত করেন।
পৃথিকা ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিল নাড়ু প্রদেশে পুলিশের সাব-ইন্সপেক্টর পদে আবেদন করেছিলেন। কিন্তু তামিলনাড়ু ইউনিফর্মড সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ড (টিএনইউএসআরবি) তাকে তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে চাকরি দিতে অস্বীকৃতি জানায়।
এরপর পৃথিকা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামেন। চেন্নাইয়ের উচ্চ আদালত তার পক্ষে রায় দেয়।
ঐতিহাসিক রায়ে আদালত টিএনইউএসআরবিকে জানায়, সাব ইন্সপেক্টর পদে যোগ দেওয়ার জন্য যেসব যোগ্যতা প্রয়োজন তার সবই পৃথিকা যশিনির রয়েছে। অতএব তাকে অনতিবিলম্বে যেন চাকরিতে নিযুক্ত করা হয়।
উচ্চ আদালত একই সঙ্গে নির্দেশ দিয়েছে, এখন থেকে চাকরিতে নিয়োগের সময় রূপান্তরকামীদের জন্য ‘থার্ড ক্যাটাগরি’র উল্লেখ করতে হবে।
জানা গেছে, প্রাথমিকভাবে সাব ইন্সপেক্টর পদে করা যশিনির আবেদন খারিজ করে দেয় টিএনইউএসআরবি। এর বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আবেদন করেন।
চলতি বছরের সেপ্টেম্বরেই আদালতের নির্দেশে মৌখিক পরীক্ষা দেওয়ার অনুমতি পান যশিনি। তাতে উৎরেও যান। সেসময় তাকে পুরুষ হিসেবে উল্লেখ করা হলেও তিনি এখন নারী।
উচ্চ আদালত জানিয়েছে, সংবিধান অনুযায়ীই একই ধরনের সুবিধা পাওয়ার অধিকার যশিনির মতো সকল তৃতীয় লিঙ্গের মানুষের রয়েছে।
ভারতে প্রায় ২০ লাখ তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন।