ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানের বিমান হামলা
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা সেক্টরে পাকিস্তানি যুদ্ধবিমান বোমা নিক্ষেপ করেছে। এ খবর দিয়েছে বিবিসি বাংলা ও রয়টার্স। ঘটনার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, পাকিস্তানের আকাশসীমার মধ্য থেকেই লাইন অব কন্ট্রোলের অন্যপাশে আক্রমণ চালিয়েছে পাকিস্তান বিমান বাহিনী।
হামলার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহম্মদ ফয়সাল বলেন, পাকিস্তানের বিমান বাহিনী নিজেদের সীমানার মধ্যে থেকেই নিয়ন্ত্রণ রেখার অন্যদিকে বোমা ফেলেছে। ভারত যা করেছে, এটা তার জবাব নয়। তাই বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে। খেয়াল রাখা হয় যাতে জানমালের ক্ষতি না হয়।
তবে একইসঙ্গে পাকিস্তান বলছে, তারা উত্তেজনা বৃদ্ধি চায় না। কিন্তু যদি সে পথেই যেতে তাদের বাধ্য করা হয়, তাহলে যে পাকিস্তানী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত, তা প্রমাণ করতেই দিনের আলোয় এই অপারেশন চালানো হয়েছে।
এর আগে পাকিস্তানের সেনা মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর দাবি করেছেন যে পাকিস্তান বিমান বাহিনী ভারতীয় দু’টো বিমানকে ভূপাতিত করেছে। সেখান থেকে একজন ভারতীয় পাইলটকেও গ্রেফতার করেছে। পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় বিমান ধ্বংসের খবর নিশ্চিত করেছে পাকিস্তান বিবিসি।