ভালোবাসা দিবসের গানে রাশেদ-ফারিয়া
আসছে ভালোবাসা দিবসকে সামনে রেখে একটি গান লিখেছেন ও সুর করেছেন নাটক ও চলচ্চিত্র পরিচালক বিপ্লব হায়দার। গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী রাশেদ ও নবাগত ফারিয়া। গানের কথা হচ্ছে ‘উড়– উড়– মন’। সঙ্গীতায়োজন করেছেন পার্থ মজুমদার।
গতকাল ২০ ডিসেম্বর রাজধানীর মগবাজারের অন্তরা স্টুডিওতে গানটির রেকির্ডংয়ের কাজ সম্পন্ন হয়।
গানটি প্রসঙ্গে রাশেদ বলেন,‘খুব চমৎকার সুরের একটি গান। গানের কথাও আমার অনেক ভালোলেগেছে। ফারিয়ার কণ্ঠও বেশ মিষ্টি। ওর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। গানটি শ্রোতাদেরও অনেক ভালোলাগবে আশা করছি।’
ফারিয়া বলেন, ‘অনেক আগ্রহ নিয়ে গানটি করেছি। বিপ্লব ভাইয়ের প্রতি কৃতজ্ঞ এমন একটি গানে আমাকে সম্পৃক্ত করার জন্য।’