ভালো ভূত কালো ভূত
বাংলা একাডেমির একুশে গ্রন্থমেলা’ ২০১৬ তে ছায়ািবথী প্রকাশন বের করেছে শিশুসাহিত্যিক ওবায়দুল সমীরের ৭টি গা ছমছম করা ভূতের গল্প নিয়ে গল্পগ্রন্থ “ভালো ভূত কালো ভূত” বইটি। যারা ভূত পছন্দ করেন তাদের জন্যে এই বই। শুধু শিশু-কিশোররাই নন যারা ভূতের গল্প বলতে এবং শুনতে ভালবাসেন তারাও বইটি পড়ে আনন্দ পবেন নিঃসন্দেহে। বর্ষার নতুন পানিতে তলিয় যাওয়া বিলে বন্ধু ওসমানের সাথে মাছ ধরতে যায় নাজিম। ও কি ওসমান! না কি অন্য কেউ ওসমানের রুপ ধরে আছে? মাছ শিকারের কাহিনি নিয়ে “মেছো ভূতের খপ্পরে” গল্পটি। লাশকাটা ঘরের বেওয়ািরশ ছেলেকে ঘিরে রচিত হয়েছে “হিমঘরের ছেলেটি”। “পাগাইরা” একটি পোষা জ্বীনের গল্প। “শীতের ছুটিতে” গল্পে দাদার বাড়ি বেড়াতে এসে ইভানের ভূত দেখার অভিজ্ঞতার কথা বর্নিত হয়েছে। বাড়ির কাউকে না জানিয়ে কবিগান শুনতে গিয়ে শ্মশানঘাটে ভূতের আড্ডায় ঢুকে পড়ে দুজন। রোমাঞ্চকর ঘটনা নিয়ে “ভূতের আড্ডায়” গল্পের পটভূমি। মৃত বন্ধু সমরের সাথে ঘুটঘুটে অন্ধকার রাতে একসাথে পথ চলার কাহিনি “ভূতবন্ধু”। সবশেষ গল্পটি “ভালো ভূত”। মনুষ্য সমাজে ছড়িয়ে থাকা ভূত চিনতে এ গল্পটি বিশেষ ভূমিকা রাখবে। ভূতের গল্প পড়তে পড়তে গল্পের ভেতরের নীতিকথা বুঝতে হলে বারবার পড়তে হবে এ বইটি। সাড়ে চার ফর্মার ক্রাউন সাইজ বাইকালারে মুদ্রিত বইটির মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। বইটির চাররঙা প্রচ্ছদ এবং অলংকরন করেছেন শিল্পী সোহাগ পারভেজ। বইটি মেলার ১১৮ নং স্টলে পাওয়া যাবে মেলার শেষ দিন পর্যন্ত।