ভূমিকম্পের ঝুঁকি
জুলফিকার শাহাদাৎ
ভুমিকম্পের ঝুঁকি
দিচ্ছে এখন উঁকি
উল্টে যাবে ঢাকা শহর!
কী করে তা রুখি?
এ নিয়ে আজ ভাবনা বাড়ে
মৃত্যু দানব ঘুরছে ঘাড়ে
দৃশ্য এমন চোখে ভাসে-
লাশের টোকাটুকি।
ভুমিকম্পের ঝুঁকি।
ভুমিকম্পের ভয়-
না জানি না কখন ঘটে
ঢাকায় বিপর্যয়।