ভূমিকম্পে ঢাবিতে ৩০ শিক্ষার্থী আহত
শক্তিশালী ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার ভোররাত পাঁচটার দিকে সারাদেশের মত ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল। আহত শিক্ষার্থীরা ভূমিকম্পের ভয়ে ভবন থেকে লাফিয়ে পড়ে ও হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে সার্জেন্ট জহুরুল হক হলের এক ছাত্রের অবস্থা আশঙ্কাজনক। হলের ওই শিক্ষার্থী ভূমিকম্পের তীব্রতায় আতঙ্কিত হয়ে পাঁচতলা ভবনটির ছাদ থেকে নিচে লাফ দেন। গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাকে ঢামেকে নিয়ে যান। আহত ছাত্রটি বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। এছাড়া ভবন থেকে লাফিয়ে পড়ে ও আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে আহত হয়েছেন আরো আটটি হলের অন্তত ২৯ শিক্ষার্থী। উল্লেখ্য, সোমবার ভোররাত পাঁচটা পাঁচ মিনেট রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৮। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফল থেকে ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।