মহাকাশ থেকে প্রেমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ বিজ্ঞানীর বিরুদ্ধে

অবাক কাণ্ড। সোজা আকাশ থেকে চুরির অভিযোগ উঠেছে এবার। বর্তমানে মহাকাশ গবেষণা সংস্থা নাসা একটি দাবিতে তদন্ত করছে যেখানে অভিযোগ করা হয়েছে যে একজন নভোচারী আন্তর্জাতিক স্পেস স্টেশন (আইএসএস) এ থাকাকালীন তার প্রবাসী সঙ্গীর ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করেছিল।

মহাকাশবিজ্ঞানী অ্যানে ম্যাক্লাইনের বিরুদ্ধে অভিযোগ আনেন সামার ওয়ারডন। ফেডারাল ট্রেড কমিশনে অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গেছে, নিউ ইয়র্কের এক সংবাদ মাধ্যমের মাধ্যমে। তাঁর পরিবারের একজন সদস্য নাসার অভ্যন্তরীণ মহাপরিদর্শকের অফিসেও অভিযোগ দায়ের করেছিলেন এবং ম্যাক্লেইনকে ওয়ারডেনের আর্থিক রেকর্ডে ‘পরিচয় চুরি এবং অযাচিত প্রবেশাধিকার’ বলে অভিযুক্ত করেছিলেন।

ওয়ারডন এর কথা অনুযায়ী তাঁর ব্যাঙ্ক আকাউন্ট তাঁরই অনুমতি ছাড়া নাসার অনুমোদিত কম্পিউটার থেকে তাঁর আকাউন্টটি অ্যাকসেস করা হয় এবং ঘটনার পুনরাবৃত্তি হওয়ার কারনে প্রাক্তন বায়ুসেনা প্রধান ম্যাক্লান কে আইন ভাঙ্গার অপরাধে অভিযুক্ত করে যখন তিনি আইএসএস এর অনবোর্ডে ছিলেন।

ম্যাক্লেন, যিনি আইএসএসে ছয় মাসের মিশনে ছিলেন এবং পৃথিবীতে ফিরে এসে স্বীকার করেছেন যে তিনি আইএসএস-এ থাকাকালীন অ্যাকাউন্টটি অ্যাক্সেস করেছিলেন তবে কোনও কঠোর আচরণকে “কঠোরভাবে” অস্বীকার করেছেন। রুস্টি হার্ডিন, ম্যাকক্লেইনের আইনজীবী দাবি করেছেন যে তার ক্লায়েন্ট কেবল প্রাক্তন দম্পতির এখনও সংযুক্ত অর্থের সন্ধান করছেন।

সংবাদ মাধ্যমের মতে, আমেরিকা, রাশিয়া, জাপান, ইউরোপ এবং কানাডা- আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র নির্মাণ ও পরিচালনার সাথে জড়িত পাঁচটি মহাকাশ সংস্থা যখন নভোচারীরা পৃথিবীর প্রদক্ষিণ করছে তখন উত্থাপিত আইনী সমস্যাগুলি পরিচালনা করার জন্য প্রক্রিয়া প্রতিষ্ঠা করেছে। তবে নাসার কর্মকর্তারা দাবি করেছেন যে মহাশূন্যে আগের যে কোনও অপরাধ সংঘটিত হয়েছিল তা শোনা যায়নি।

ম্যাক্লেন ৩ ডিসেম্বর, ২০১৯ এ সফলভাবে একটি সয়ুজ রকেটে আইএসএসের কাছে যাত্রা শুরু করেছিল এবং মার্চ মাসে তার সহকারী নভোচারী নিক হেগের সাথে তার প্রথম স্পেসওয়াকটি কাজ শুরু করে।