মান্না ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে মান্না উৎসব
মরহুম নায়ক মান্নার নামে প্রতিষ্ঠিত মান্না ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ১ জানুয়ারি রাজধানীর শিশু একাডেমি চত্বরে অনুষ্ঠিত হবে মান্না উৎসব। এ আয়োজন সফল করতে চলচ্চিত্র শিল্পী সমিতি সহায়তা করবে। গত বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় শেলী মান্নার আহ্বানে এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃবৃন্দ। সভায় সিদ্ধান্ত হয়, এখন থেকে মান্না ফাউন্ডেশনের সব ধরনের কর্মকাÐে পাশে থাকবে চলচ্চিত্র শিল্পী সমিতি। মতবিনিময় সভায় শিল্পী সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান, সহসভাপতি ওমর সানি, কার্যনির্বাহী সদস্য মৌসুমী ও রিয়াজ। আরও উপস্থিত ছিলেন শাবনূর, পপি, সায়মন, নিরব, শিবা সানু, দীপুল দেওয়ান, জায়েদ খান, নৃত্য পরিচালক মাসুম বাবুল, ইমদাদুল হক খোকন প্রমুখ। মান্না ফাউন্ডেশন এ পর্যন্ত সমাজসেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে আসছে। জনপ্রিয় এই নায়কের মৃত্যুর পর সংগঠনটি গঠন করে তার পরিবার। শুরু থেকে এর চেয়ারপারসন হিসেবে আছেন মান্নার স্ত্রী শেলী মান্না। তিনি জানান, সংগঠনটির কর্মপরিধি আরও ব্যাপক করা হবে।