মার্কিন রাজ্যগুলোকে ১ নভেম্বরের মধ্যে টিকা বিতরণের প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) দেশটির রাজ্যগুলোকে করোনাভাইরাসের একটি সম্ভাব্য টিকা ১ নভেম্বর নাগাদ বিতরণের জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে বলে বুধবার মার্কিন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

রাজ্য গভর্নর ও স্বাস্থ্য বিভাগগুলোর কাছে সিডিসি পরিচালক রবার্ট রেডফিল্ডের পাঠানো এক চিঠিতে বলা হয়, ম্যাককেসন করপোরেশন ও তাদের সহায়ক প্রতিষ্ঠানগুলো বিতরণকেন্দ্র তৈরির অনুমতির জন্য শিগগিরই আবেদন করতে যাচ্ছে, খবর সিনহুয়া।

এসব কেন্দ্র তৈরি বা চালুর কাজ বিলম্ব করে দেয়ার মতো শর্তগুলো মওকুফের বিষয়টি বিবেচনা করতে গভর্নরদের অনুরোধ করেছেন রবার্ট রেডফিল্ড।

চিঠিতে বলা হয়, এ অনুমোদন পাওয়ার ক্ষেত্রে সাধারণত যে সময়ের প্রয়োজন হয় তা বর্তমান জরুরি জনস্বাস্থ্য কর্মসূচিটির সফলতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ বাধা হিসেবে রয়েছে।

বেশ কয়েকটি কোভিড-১৯ টিকা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল পরীক্ষা শুরু করেছে।

তবে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের কমিশনার স্টিফেন হান এক সাক্ষাৎকারে বলেছেন, করোনাভাইরাস টিকায় ফাস্ট-ট্র্যাক প্রক্রিয়া চান তিনি। যেখানে তৃতীয় পর্যায়ের পরীক্ষা সম্পন্ন হওয়ার আগেই টিকার জরুরি ব্যবহার করা যাবে।

ইউ.এন.বি নিউজ