মিউজিক ভিডিও দিয়ে ক্যারিয়ার শুরু যে তারকাদের
বলিউডে বর্তমানে জনপ্রিয় তারকার সংখ্যা অনেক। অনেক অভিনেতা কিংবা অভিনেত্রী বিভিন্ন সিনেমায় তাদের অভিনয় দক্ষতা দিয়ে জয় করে নিয়েছেন দর্শকদের হৃদয়, হয়েছেন সফল। কিন্তু সফল সেসব তারকার আদ্যোপান্ত খুঁজতে গিয়ে তাদের সম্পর্কে জানা যায় বিচিত্র সব তথ্য। বর্তমান সময়ে বলিউডে সফল অনেক তারকা রয়েছেন যারা ক্যারিয়ার শুরু করেছিলেন মিউজিক ভিডিওর মাধ্যমে। তাহলে জেনে নেওয়া যাক সেসব বলিউড তারকাদের সম্পর্কে। দীপিকা পাড়ুকোন : দুইবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতা বলিউডের বর্তমান সময়ের সব থেকে দামি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বলিউডে তার অভিষেক হয় ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে এবং এই সিনেমা দিয়েই তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতেন। কিন্তু দীপিকার প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর গল্পটা অন্যরকম। প্রথমবারের মতো পর্দায় তাকে দেখা যায় জনপ্রিয় গায়ক হিমেশ রেশমিয়ার ‘নাম হ্যায় তেরা’ গানের মিউজিক ভিডিওতে। আসলে গানটি ‘নাম তেরা তেরা’ নামে সর্বাধিক পরিচিত। এটি ২০০৬ সালে প্রকাশিত হিমেশের ‘আপ কা সুরুর’ অ্যালবামের একটি জনপ্রিয় গান। ভিডিও লিংক : https://www.youtube.com/watch?v=DULrvDVqyXI জন আব্রাহাম : ‘ধুম’, ‘জিন্দা’, ‘বাবুল’, ‘মাদ্রাজ ক্যাফে’, ‘সাত খুন মাফ’, ‘গারাম মাসালা’, ‘ট্যাক্সি নাম্বার ৯২১১’ ইত্যাদি জনপ্রিয় সিনেমার অভিনেতা হিসেবে যিনি সর্বাধিক পরিচিত তিনি জন আব্রাহাম। তবে চল্লিশের বেশি সিনেমায় অভিনয় করা এই অভিনেতার ক্যারিয়ারের দিকে দেখলে বোঝা যায় সিনেমায় নিজেকে তৈরির পেছনের গল্পটা অন্যরকমের। ২০০৩ সালে ‘জিসম’ সিনেমায় অভিষেকের আগে আব্রাহামকে প্রথম দেখা গিয়েছিল পাঞ্জাবি গায়ক জেজি বেইন্স এর মিউজিক ভিডিও গান ‘সুরমা’ তে । অবশ্য হিন্দি গান ‘চুপকে চুপকে’ মিউজিক ভিডিওতে কাজ করে বেশ সুনাম অর্জন করেছিলেন। ভিডিও লিংক : https://www.youtube.com/watch?v=NcJD-XpsiFQ শহিদ কাপুর : শহিদ কাপুরকে বলা হয়ে থাকে ‘কিউট বয় অব বলিউড’। চেহারায় কৈশোরের আমেজ টিকিয়ে রাখা এই অভিনেতা বলিউডের অন্যতম সফল অভিনয় শিল্পীদের একজন। তবে তার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল মিউজিক ভিডিও আর বিজ্ঞাপনের মাধ্যমে। শহিদকে সর্বপ্রথম দেখা যায় ‘আখো মে তেরা হায় চেহরা’ গানটির মিউজিক ভিডিওতে। ভিডিওটিতে শহিদের বিপরীতে দেখা যায় রিশিতা ভাটকে। রিশিতা ভাটের বলিউডে অভিষেক হয় ‘আশোকা’ সিনেমার মাধ্যমে। ভিডিও লিংক : https://www.youtube.com/watch?v=roJL3mIueTE বিপাশা বসু : বিপাশা বসুকে সর্বপ্রথম দেখা যায় সোনু নিগমের ‘তু’ গানের মিউজিক ভিডিওতে। যেখানে সোনু নিগম নিজেই বিপাশার বিপরীতে কাজ করেছিলেন। এই গানে বিপাশার প্রতিটি পদক্ষেপই জানান দিয়েছিল বিপাশার সোনালি আগামীর। পরবর্তীতে ২০০১ সালে আব্বাস মাস্তানের থ্রিলার ‘আজনাবি’ সিনেমাতে অভিষেকের মাধ্যমে বিপাশা বসুর পদচারনা ঘটে বলিউডে। এরপর একে একে ‘রাজ’, ‘গুনাহ’, ‘জামিন’, ‘মাধুশী’, ‘ধুম টু’, ‘রেস’, ‘লামহা’, ‘প্লেয়ার্স’, ‘দম মারো দম’, ‘ক্রিয়েচার’ প্রভৃতি সিনেমা তাকে সফলতার আসনে বসিয়েছে। সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ছাড়াও বহু পুরস্কার জিতেছেন বিপাশা বসু। ভিডিও লিংক : https://www.youtube.com/watch?v=OVI6Uzh5Las বিদ্যা বালান : ক্যারিয়ারের প্রথম দিকে ‘হাম পাঞ্চ’ নামে একটি কমেডি শোতে রাধিকা চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন বিদ্যা বালান। তার প্রথম মালায়ালাম চলচ্চিত্র ‘চাক্রাম’ এ অভিনয় করলেও সিনেমাটি পরবর্তী সময়ে প্রযোজনার জটিলতায় আর মুক্তি পায়নি। তবে থেমে থাকেননি বিদ্যা। তিনি যথারীতি মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনচিত্রের কাজ চালিয়ে যেতে থাকেন। বিদ্যার ক্যারিয়ার শুরু হয়েছিল ইন্ডিয়ান রক ব্যান্ড ইউপরিয়ার গান ‘কাভি আনা তু মেরি গালি’র মিউজিক ভিডিওর মাধ্যমে। এ পর্যন্ত বিদ্যা জাতীয় চলচ্চিত্র পুরুস্কারসহ তার অভিনয় শৈলীর জন্য অনেক পুরুস্কার জিতেছেন। ভিডিও লিংক : https://www.youtube.com/watch?v=DH2sQ_je5v8 আয়েশা তাকিয়া : ‘ডর’, ‘সালাম-ই-ইশক’ এবং ‘ওয়ান্টেড’ সিনেমার মাধ্যমে সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী আয়েশা তাকিয়া। প্রায় বিশের অধিক সিনেমায় অভিনয় করা এই অভিনেত্রী মাত্র ১৫ বছর বয়সেই শুরু করেছিলেন তার মডেলিং ক্যারিয়ার। তাই তাকে সর্বপ্রথম দর্শকরা পায় বিখ্যাত সঙ্গীতশিল্পী ফাল্গুনী পাঠকের ‘মেরি চুনার উড় উড় জায়ে’ গানের মিউজিক ভিডিওর মাধ্যমে। আয়েশা তাকিয়াকে সর্বশেষ ২০১৩ সালে ‘আপ কে লিয়ে হাম’ সিনেমায় তামান্না চরিত্রে দেখা গিয়েছিল। ভিডিও লিংক : https://www.youtube.com/watch?v=p9r2GxMlRD4 মল্লিকা শেরাওয়াত : অভিনেত্রী হিসেবে মার্ডার সিনেমায় ইমরান হাশমির সঙ্গে অভিনয় করে আলোচনায় আসেন মল্লিকা শেরাওয়াত। এ অভিনেত্রীরও ক্যারিয়ারের শুরুটা মিউজিক ভিডিওর মাধ্যমে। তার ক্যারিয়ার শুরু হয় সুরজিত বিন্দ্রাকিয়ার ‘লাক তনু তনু’ গানের মিউজিক ভিডিওর মাধ্যমে। মল্লিকা বলিউডে নায়িকা হিসেবে পদার্পণ করেন ‘খোয়াইশ’ সিনেমার মাধ্যমে ২০০৩ সালে। অবশ্য তার আগে জিনা স্রেফ মেরে লিয়ে সিনেমায় দেখা গিয়েছিল তাকে। ১৩ বছরের বলিউড ক্যারিয়ারে প্রায় ২৫টির অধিক সিনেমায় কাজ করেছেন তিনি। ভিডিও লিংক : https://www.youtube.com/watch?v=82_NTuzjfYM দিয়া মির্জা : ২০০০ সালে মিস এশিয়ার খেতাব পাওয়া দিয়া মির্জার শুরুটা হয়েছিল জীবন্ত সংগীত কিংবদন্তি আশা ভোশলের শৈল্পিক ছোঁয়া দিয়ে। আশা ভোশলের বিখ্যাত ‘না মারতে হাম’ গানের মিউজিক ভিডিওতে সর্বপ্রথম দর্শকরা দেখতে পায় দিয়াকে। বাংলা হিন্দি মিলিয়ে প্রায় ৩০টির অধিক সিনেমায় অভিনয় করা ৩৪ বছর বয়সি এই অভিনেত্রী সব থেকে বেশি প্রশংসিত হয়েছিলেন তার দ্বিতীয় সিনেমা ‘রেহনা হ্যায় তেরে দিল ম্যায়’ এর জন্য। ২০০১ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন সাইফ আলি খান। ভিডিও লিংক : https://www.youtube.com/watch?v=pPhk_lLlEEM