মুমিনুলের ‘বাগদান’, বিয়ে কবে?
ক্রিকেট ক্রিজের হিসাবটা ভালোই বোঝেন মুমিনুল হক। কিন্তু এবার তাকে বুঝতে হবে নতুন একটি ক্রিজের হিসাব। ২২ গজের পরীক্ষিত এই সৈনিক জীবনের নতুন ইনিংসের পথে হাঁটছেন এবার। বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বাগদানও। পাত্রী মুমিনুলের স্ত্রী হতে যাচ্ছেন তার দীর্ঘদিনের প্রেমিকা ফারিহা। পাত্রী ফারিহার সঙ্গে দুই পরিবারের সম্মতিতে এক ঘরোয়া অনুষ্ঠানেই বাগদান করলেন তিনি। ফারিহা রাজধানীর একটি ইউনিভার্সিটিতে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। তবে বাগদানই তো আর বিয়ে নয়। একটি দৈনিক পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে মুমিনুল বলেন,বিয়ে তো করতেই হবে একদিন। আল্লাহর ইচ্ছাতে আগামী বছরই বিয়ের কাজটি সেরে ফেলবো। দুই পরিবারের পক্ষ থেকেই কিছুদিন আগে এনগেইজমেন্ট সম্পূর্ণ হয়েছে। বিয়ের কাজটা এগিয়ে রাখার উদ্দেশ্যেই এই বাগদান করলেন তিনি। বাঁহাতি ব্যাটিংয়ের সঙ্গে স্পিনটাও বেশ ধারালো মুমিনুলের। বাংলাদেশের জার্সিতে ২০১২ সালে অভিষেকের পর মুমিনুল খেলেছেন ২৭ টেস্ট, ২৬ ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচ। বাংলাদেশের পক্ষে তিনিই একমাত্র ক্রিকেটার, যার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি আছে।