মূল্যস্ফীতি কমে ৫.৬২ শতাংশ

দেশে বর্তমানে মূল্যস্ফীতির হার ৫.৬২ শতাংশ। যা গত ৪১ মাসের মধ্যে এটাই সর্বনিম্ন হার। এর আগে গত ২০১২ সালের সেপ্টেম্বরে ছিল ৪.৯৬ শতাংশ। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ দুপুরে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।

বিবিএসের এই তথ্য প্রকাশ করে মন্ত্রী জানান, জানুযারিতে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৬.০৭ শতাংশ। এবারের বাজেটে এই হার সাড়ে ৫ শতাংশ টার্গেট রাখা হয়েছে। তিনি বলেন, মূল্যস্ফীতির হার কিছুটা বাড়তি রাখতে হবে আমাদের মতো উদীয়মান অর্থনীতির জন্য। তা না হলে উদ্যোক্তারা আকর্ষণ হারিয়ে ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.