মেঘ ছেড়েছে ঘর
হুমায়ুন সাদেক চৌধুরী
জল ভর ভর মেঘ ছেড়েছে ঘর
মেঘ ছুঁয়েছে আকাশবাড়ি
ভিজলো জলে নীলের শাড়ি
বৃষ্টি ছুঁলো বনবনানী দিগন্ত প্রান্তর
মন ভর ভর মেঘ ছেড়েছে ঘর
হাওয়ায় চড়ে কোথায় যাবে মেঘ
ধানের চারা দেয় ইশারা
বৃষ্টি তাতে দেয় যে সাড়া
মেঘ ছোটালো তাই কি হাওয়ার বেগ
বাদলা দিনে কোথায় যাবে মেঘ