মেলায় আসছে সাযযাদ কাদিরের “গল্পসংগ্রহ”
“গত শতকের ষাটের দশকে বাংলাদেশের সাহিত্যে যে ক’জন শক্তিমান গল্পকারের আবির্ভাব ঘটেছিল সাযযাদ কাদির তাঁদের একজন। জাদুময়তায় ভরা এক ঘোরলাগা গদ্যে তিনি তাঁর গল্পে শরীরছোঁয়া বর্ণনার যে দুঃসাহসিক নিরীক্ষা করেছিলেন – আজ পর্যন্ত তার তুলনা খুব সুলভ নয়। বিপরীত বা বিষম সম্পর্কের মধ্যে সৃষ্টি হওয়া পারস্পরিক যৌন অনুভূতির বর্ণনাসমৃদ্ধ যে গল্পগুলো তিনি লিখেছিলেন, আমার ধারণা – আজকের তরুণরাও সে রকম গল্প লেখার সাহস করে উঠতে পারবেন না। কিন্তু শুধু শরীরী বর্ণনা নয়, মানুষের অন্তর্লোক আবিষ্কারে তিনি দেখিয়েছেন কুশলী সাফল্য, ব্যক্তিমানুষের বিপন্নতা ও অসহায়ত্ব, বিচ্ছিন্নতা, নিঃসঙ্গতা ও অস্তিত্বের সঙ্কটকে রূপায়ন করেছেন দারুণ দক্ষতায়। যে ব্যক্তি সমাজ থেকে বিচ্ছিন্ন, সময় থেকে বিযুক্ত, ফলে বিপন্ন ও অসহায়, তার মনের খোঁজ নিয়েছেন গভীর মমতায়।”
– আহমাদ মোস্তফা কামাল“গল্পসংগ্রহ” (১৯৬২-২০১৫)… সাযযাদ কাদির… মেলায় আনছে অনুপ্রাণন প্রকাশন…
– আহমাদ মোস্তফা কামাল“গল্পসংগ্রহ” (১৯৬২-২০১৫)… সাযযাদ কাদির… মেলায় আনছে অনুপ্রাণন প্রকাশন…
সূত্র : ফেসবুক।