মেয়েদের উৎসাহ দেয়ার জন্য তৈরী হলো কাঁচের জুতা
নাজনীন পলাশী : তাইওয়ানিজ কাউন্টি নামের একটি অঞ্চলে তৈরী করা হয়েছে একটি বিশাল আকৃতির কাঁচের তৈরী জুতা। যেসব নারীরা পায়ের রোগে ভুগছেন তাদের উৎসাহ দেয়ার জন্য এটি তৈরী করা হয়েছে। খবর দ্য স্টেটসম্যানের
গতমাসে দ্বীপের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চিয়াই কাউন্টিতে ১৭ মিটার উঁচু স্বচ্ছ এই জুতা আকৃতির কাঠামোটির কাজ শেষ হয়েছে। এটি দেখার জন্য অনেক দর্শনার্থী ভিড় জমাচ্ছে। এটি এতটাই জনপ্রিয় হয়েছে যে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়ার দুই সপ্তাহ আগে থেকেই এটি দেখতে পর্যটকরা ভিড় জমিয়েছে। এই জুতাটি যেসব নারী আরসেনিকের কারণে গ্যাংগ্রিন বা যে কোন পায়ের রোগে আক্রান্ত তাদের সম্মানের জন্য তৈরী করা হয়েছে। এছাড়া এর মাধ্যমে পর্যটকদের আকর্ষণ করা এবং বিয়ের হল হিসাবে ব্যবহার করার জন্য নির্মাণ করা হয়েছে।
এছাড়া অনেক সময় মেয়েদের বিভিন্ন রোগের কারনে পা কেটে ফেলতে হয় আর এর কারনে তারা বিভিন্ন রকম বৈষম্যের শিকার হয় বলে তাদের উদ্দেশ্যে এটি নির্মাণ করা হয়েছে। এটি শুধু তারা যে রোগে ভুগছে তা স্মরন করিয়ে দেয়ার জন্যই নয় বরং এই জুতাটির মধ্যে দিয়ে তাদের সুন্দর ভবিষ্যতের এগিয়ে যাওয়ার স্বপ্নকে মনে করিয়ে দিবে বলেছেন কাউন্টির সরকার প্রধান হেলেন চ্যাং।