যে কারণে অর্জুনকে একাধিক চুমুতে আপত্তি নেই কারিনার
কারিনা কাপুর এবং অর্জুন কাপুর অভিনীত ‘কি অ্যান্ড কা’ ছবিটির ট্রেলার, পোষ্টার ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শক মহলে। এই ছবিতে অর্জুনকে একাধিকবার চুমু খেয়েছেন কারিনা। সাইফ পতœী অসম বয়সী অর্জুনের সঙ্গে কেন ঘনিষ্ঠ হয়েছিলেন, সম্প্রতি জানিয়েছেন এই তথ্য।
কারিনা জানিয়েছেন, ছবির প্রয়োজনে তো বটেই, তবে কারিনার কাছে নাকি অর্জুনকে হ্যান্ডসাম মনে হয়েছে। তাই পরিচালক যখন চুমু খাওয়ার কথা বলেন, কথা বাড়াননি তিনি। বরং একাধিকবার চুমু খাওয়ার সময়েও না বলেননি কারিনা। প্রিয়