রবিঠাকুর

জসীম মেহবুব

রবিঠাকুর কেমন ঠাকুর
কও দেখি ঠিক করে ?
থাকেন তিনি আয়েশ করে 
আমার তোমার ঘরে।
থাকেন তিনি কাব্য গাথায়
থাকেন মেঘের দেশে,
দূর আকাশে কাব্য করে
ভাসেন হেসে হেসে।
রবিঠাকুর কেমন ঠাকুর ?
কাব্য করে যান,
কাব্য গানে দেন ভরিয়ে
সবারই মন প্রাণ।
রবিঠাকুর কেমন ঠাকুর ? 
বিশ্বকবি তিনি,
রবীন্দ্রনাথ ঠাকুর নামে
আমরা তাকে চিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.