‘রহস্যময় নারী’ রানী আহাদ
নাঈম, মিথিলা, শ্যামল মাওলা, হক বারিশ, তৃষ্ণা ও রানী আহাদ একসঙ্গে অবসর কাটাতে নেপাল যান। সেখানে ভালোই কাটছিল তাদের সময়। হঠাৎ একদিন মিথিলা হারিয়ে যায়। এ নিয়ে চিন্তায় পড়ে সবাই। কিছুদিন যেতেই আরো একজন হারিয়ে যায়। তারপর বিষয়টি নিয়ে শরণাপন্ন হন গোয়েন্দা অফিসার নজরুল রাজের। ঘটনা উদঘাটন করতে গিয়ে বেরিয়ে আসে রহস্যময়ী এক নারীর নাম। রানী আহাদই তাদের খুন করে।
তবে এটা বাস্তবের কোনো ঘটনা নয়। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘রহস্যময় নারী’ নামের টেলিফিল্ম। রাজিব আহমেদের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন সাখাওয়াত মানিক। এটিএন বাংলায় খুব শিগগিরই এটি প্রচারিত হবে বলে জানান নির্মাতা। মানবজমিন।