রহীম শাহ’র জন্য জন্মদিনের শুভেচ্ছা

৩ অক্টোবর শিশুসাহিত্যিক রহীম শাহ’র  জন্মদিন। বাংলাদেশের শিশু সাহিত্যে রহীম শাহ  বিকোশিত করেছে শিশু কিশোর সাহিত্যের বিভিন্ন দিকগুলো। ছড়া, গল্প, ফিচার, গোয়েন্দা কাহিনী –  সব বিভাগেই তার সরব উপস্থিতি। রহীম শাহ’র  জন্মদিনে নিউজ এন ভিউজ বিডি ডট কমের পক্ষ থেকে রইলো জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন রহীম শাহ . . . .    ইতোমধ্যে প্রকাশিত বাংলা ভাষার সর্ববৃহৎ ছোটদের সঙ্কলন—‘আকাশকুসুম’, ‘আজ আমাদের ছুটি’, ‘সকালবেলা পাখি’, ‘বিষ্টি পড়ে টাপুরটুপুর’ এবং ‘আজ ছুটিবার’-এর সম্পাদক রহীম শাহ ১৯৫৯ সালের এই দিন চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ায় জন্মগ্রহণ করেন। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সম্ভ্রান্ত কাজীবাড়ির কে এম আবদুস শুকুর এবং সৈয়দা রিজিয়া বেগমের ৫ম সন্তান তিনি।
চার দশক ধরে লেখালেখির সঙ্গে যুক্ত থেকে বেশ সুনাম অর্জন করেছেন তিনি। মূলত শিশুসাহিত্য রচনা করেন তিনি। কবিতা-ছড়া, গল্প-উপন্যাস, প্রবন্ধ, বিজ্ঞান, জীবনী, ভ্রমণকাহিনী, অনুবাদসহ সাহিত্যের সব শাখায় তিনি লিখেছেন এবং লিখছেন। স্বপ্ন নিয়ে খেলা, আগামী দিনের রহস্য, আগুন ডানার পাখি, অ্যাডভেঞ্চার হিমছড়ি, আনন্দ রে আনন্দ, পৃথিবীর জন্মকথা, বেজি বাঘ বানরেরা, মানুষ করল আকাশ জয়, টোকাই টোকাই, একটু পেলে ছুটি, ঘুরে আসি প্রাণিরাজ্যে, বীরমানুষের ছড়া ও পাখির জন্য ভালোবাসাসহ প্রায় শতাধিক বইয়ের লেখক তিনি।

ভারতের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ও বিদ্যালয় শিক্ষা দপ্তর কর্তৃক প্রকাশিত দ্বিতীয় শ্রেণির জন্য পাঠ্য ‘আমার বই’-এ প্রকাশিত হয়েছে তার ‘ছুটি’ কবিতাটি। তার দীর্ঘদিনের সাহিত্যকর্মের জন্য তিনি অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, কবি আবু জাফর ওবায়দুল্লাহ সাহিত্য পুরস্কার ও পল্লীকবি জসীমউদ্দীন পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

 

রহীম শাহ। ১৯৭০ সাল থেকে লেখালেখি শুরু। বাংলাদেশের প্রায় প্রতিটি পত্রপত্রিকার নিয়মিত লেখক। সাহিত্যকর্মের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন থেকে সম্মানিত হয়েছেন। ইতোমধ্যে তিনি অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, কবি আবু জাফর ওবায়দুল্লাহ স্মৃতি শিশুসাহিত্য পুরস্কার, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান স্বর্ণপদক, জসীমউদ্দীন স্মৃতি পুরস্কার, শিশুকিশোর নাট্যম শিশুসাহিত্য পুরস্কার, চন্দ্রাবতী একাডেমি শিশুসাহিত্য সম্মাননা অর্জন করেছেন।

প্রকাশিত বই

rahim-shahbook

গল্প-উপন্যাস
০১. আগুন ডানার পাখি, ০২. বুনো হাঁসের অভিযান, ০৩. অ্যাডভেঞ্চার হিমছড়ি, ০৪. চার খঞ্জনার গল্প, ০৫. বাচ্চা হাতির কাণ্ড, ০৬. দত্যি ও জেলেবউ, ০৭. চুমকি ও তার বন্ধুরা, ০৮. খুকি ও কাঠবেড়ালি, ০৯. দোয়েল

অনুবাদ ও রূপকথা
০১.আগামী দিনের রহস্য, ০২. অন্যরকম রাজকুমারী, ০৩. জেলে ও সোনার মাছ, ০৪. টমের অ্যাডভেঞ্চার, ০৫. পিপপি গেল অভিযানে, ০৬. পৃথিবীর শেষ মানুষটির সঙ্গে, ০৭. রাজকুমারী সিন্ডারেলা, ০৮. ঘুমপাড়ানি গল্প, ০৮. ঘুমতাড়ানি গল্প, ১০. নাকটা টেনে বাঁশি (অ্যাডওয়ার্ড লিয়রের ছড়া), ১১. রাশিয়ার রূপকথা

কবিতা ও ছড়া
০১. লড়াই লাগার ঘণ্টা, ০২. রাতের কপালে জোনাকির টিপ, ০৩. সবার আগে কুসুম বাগে, ০৪. পাখির ছড়া পাখির পড়া, ০৫. মজার পড়া পশুর ছড়া, ০৬. মজার পড়া পাখির ছড়া, ০৭. দশ দশে ১০০, ০৮. স্বপ্ন নিয়ে খেলা, ০৯. পশুদের নিয়ে ছড়া, ১০. আনন্দ রে আনন্দ, ১১. উড়–ক ছড়া পাখির ডানায়, ১২. দুধ মাখা ভাত কাকে খায়, ১৩. আগাডুম ছড়া বাগাডুম ছড়া, ১৪. মজার পড়া ১০০ ছড়া, ১৫. গ্রাম-বাংলার ছড়া, ১৬. নির্বাচিত কিশোর কবিতা, ১৭. নির্বাচিত ১০০ ছড়া, ১৮. ছড়াসমগ্র

জীবনী
০১. ছোটদের মোহম্মদ নাসিরউদ্দীন

বিজ্ঞান
০১. পৃথিবীর জন্মকথা, ০২. বেজি বাঘ বানরেরা, ০৩. মানুষ করল আকাশ জয়, ০৪. পাখির জন্য ভালোবাসা, ০৫. জ্যোতির্বিদ্যা, ০৬. বিপন্ন প্রাণীর খোঁজে, ০৭. বাংলার পাখি ও বন্য পরিবেশ, ০৮. আকাশ যখন হাতের মুঠোয়, ০৯. বাংলার পাখি ১০. ঘুরে আসি প্রাণিরাজ্যে ১১. জীবজন্তুর জীবনযাপন

সংকলন
০১. সব রকম লেখা, ০২. নির্বাচিত পঞ্চাশ, ০৩. কিশোরসমগ্র (ছোটদের অনুবাদ সংকলন), ০৪. কিশোর অমনিবাস

সম্পাদনা
০১. মুক্তিযুদ্ধ : পঁচিশ বছর, ০২. পঁচাত্তরের সেইদিন, ০৩. বাংলাদেশের বাছাই কিশোর কবিতা, ০৪. ছোটদের আনন্দ বার্ষিকী ‘আকাশকুসুম’, ০৫. বঙ্গবন্ধুকে নিবেদিত ১০১ কিশোর রচনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.