রাজকুমারীকেও যৌন হয়রানি!
২০০৬ সালে অ্যাকাডেমির অনুষ্ঠানে সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়াকেও হেনস্তা করেছিলেন নোবেল কমিটির ঘনিষ্ঠ, ফরাসি চিত্রগ্রাহক জঁ-ক্লদ আর্নো।
আর্নো সেই অভিযোগ অস্বীকার করলেও একাধিক সাক্ষী রয়েছে সেদিনের ঘটনার। সেই সময়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা তিনজন জানিয়েছেন, ২৭ বছর বয়সী রাজকুমারীর গায়ে আপত্তিকরভাবে হাত দিয়েছিলেন আর্নো।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে সুইডিশ লেখিকা এবা উইট-ব্রাটস্টর্ম বলেন, হঠাৎই আর্নো এগিয়ে যান ভিক্টোরিয়ার দিকে। দেখলাম, তিনি সোজা গিয়ে ভিক্টোরিয়ার ঘাড়ে হাত রাখলেন। আর তার পর অশালীনভাবে রাজকুমারীকে স্পর্শ করতে লাগলেন। ভিক্টোরিয়ার মহিলা সহকারী ঝাঁপিয়ে পড়ে ভিক্টোরিয়াকে বাঁচাতে টেনে সরিয়ে দেন আর্নোকে।
পরের বছরের অনুষ্ঠানে সুইডিশ কোর্ট থেকে বিশেষ নির্দেশ দেয়া হয়েছিল, আর্নোর সঙ্গে কখনও যেন একা ছাড়া না হয় ভিক্টোরিয়াকে। কিন্তু বিষয়টি নিয়ে এর বেশি শোরগোল হয়নি।
পরিস্থিতি এমন যে অ্যাকাডেমির এক সদস্য পার ওয়াস্টবার্গ বলেন, খুব সম্ভবত বিবৃতি দিয়ে জানিয়ে দেয়া হবে, এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা যাবে কিনা। সে ক্ষেত্রে ২০১৯ সালের অক্টোবরে একসঙ্গে দুটি সাহিত্যে নোবেল ঘোষণা করা হবে।