রাজধানীতে জমজমাট প্রযুক্তিপণ্যের মেলা

রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টার ও আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে চলছে প্রযুক্তিপণ্যের মেলা। বছরের শুরুতে দুই মেলাকে কেন্দ্র করে ক্রেতাদের মধ্যে অন্যরকম আগ্রহ সৃষ্টি হয়েছে। রাজধানীতে চলমান এই দুই মেলা ঘুরে লিখেছেন আহমেদ ইফতেখার

অন্য সময় ল্যাপটপ কিনলে তেমন একটা ছাড় পাওয়া যায় না। মেলা উপলক্ষে প্রায় সব প্রতিষ্ঠানই ছাড় দিচ্ছে। মেলা থেকে ল্যাপটপ কিনেছি। অন্য সময় এই ল্যাপটপটির দাম ৪২ হাজার টাকা ছিল। মেলা থেকে ৩৯ হাজার টাকায় কিনলাম ল্যাপটপ। এভাবেই আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটির সিটিআইটি মেলায় আগত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবিউল ইসলাম জানাচ্ছিলেন তার অভিজ্ঞতা।

বিসিএস কম্পিউটার সিটি ছাড়াও এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে গত ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে ডিজিটাল আইসিটি ফেয়ার। কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও মেলার আহ্বায়ক তৌফিক এহেসান জানিয়েছেন, এবার আরো বড় পরিসরে ও জাঁকজমকভাবে মেলার আয়োজন করা হয়েছে। দেশের সব মানুষের মধ্যে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহার ও এর সুফল ছড়িয়ে দেয়া, বহু প্রত্যাশিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যেই নিয়মিত এ মেলার আয়োজন করা হচ্ছে। মেলায় বাংলাদেশের শীর্ষ আইসিটি পণ্য আমদানিকারক ও ব্যবসায়ীরা বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করছে। কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতি আয়োজিত এবারের মেলায় সাড়ে ছয় শতাধিক প্রতিষ্ঠান সর্বশেষ প্রযুক্তির কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরাসহ তথ্যপ্রযুক্তির বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করছে। বাড়তি আয়োজনের পাশাপাশি থাকছে বিশেষ ছাড় ও উপহারের ছড়াছড়ি। মেলা চলাকালীন প্রতিদিন র‌্যাফেল-ড্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার, রক্তদান কর্মসূচি, অ্যান্ট্রি পাসের সাথে ফ্রি মুভি দেখার সুব্যবস্থা, ফ্রি ইন্টারনেট, ওয়াই-ফাই ও গেমিং জোন, ফটোগ্রাফি ও সেলফি প্রতিযোগিতা, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পিঠা উৎসব, আধুনিক প্রযুক্তিপণ্যের প্রদর্শনীসহ বিভিন্ন আয়োজন। প্রতি বছরের মতো এবারের মেলায় বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের ওপর। দেশের শিক্ষাব্যবস্থা ও শিক্ষা পদ্ধতিতে সর্বাধুনিক ও সর্বশেষ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং এর সুফল সম্পর্কে ধারণা দিতে মেলায় থাকছে বিভিন্ন আয়োজন। মেলায় পরিদর্শনের জন্য রাজধানীর স্কুলশিক্ষার্থীদের জন্য রয়েছে সুব্যবস্থা। ঢাকাসহ সারা দেশের যেকোনো প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য মেলায় প্রবেশ ফ্রি করা হয়েছে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়া পরিচয়পত্র দিয়েই ছাত্রছাত্রীরা মেলা পরিদর্শন করতে পারবে। এই মেলা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

মেলায় বিভিন্ন উপহার দিচ্ছে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। মেলায় টিপি লিংকের রাউটারের সাথে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়, সাথে টি-শার্ট ফ্রি দিচ্ছে। প্রযুক্তিপণ্য পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট ছয় দিনব্যাপী মেলায় আসুস, লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ এবং রাপু ব্র্যান্ডের কম্পিউটার অ্যাক্সেসরিজ নিয়ে অংশগ্রহণ করছে গ্লোবাল ব্র্যান্ড। স্ক্র্যাচ ইউর লাক অফারের আওতায় মেলায় রাপুর পণ্য কিনলে ক্রেতারা পাবেন একটি স্ক্র্যাচ কার্ড। তা ঘষে ক্রেতারা পেতে পারেন স্পিকার, উইন্টার জ্যাকেট ও টি-শার্টসহ আকর্ষণীয় উপহার।

মেলায় আসুস ও লেনোভো দিচ্ছে ‘বিশেষ অফার’। ‘আসুস স্ক্র্যাচ অ্যান্ড উইন’ স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন ল্যাপটপ, আসুসের জেনফোন, রাউটার, উইন্টার জ্যাকেট ও টি-শার্ট। লেনোভোর ‘নিউ ইয়ার ফেস্টিভাল’ অফারে ল্যাপটপ কিনলে স্ক্র্যাচ কার্ডে ট্যাবলেট পিসি, এলইডি টিভি, স্মার্টফোন, পেনড্রাইভ, ব্রাদার প্রিন্টার, পান্ডা ইন্টারনেট সিকিউরিটি, মাউস অথবা টি-শার্ট পাবেন।
মেলা শুরু হয়েছে জেনেই এসেছি। পুরো মেলা ঘুরে ঘুরে দেখছি। ইচ্ছা আছে ট্যাবলেট কম্পিউটার কেনার। সিটিআইটি মেলা প্রাঙ্গণে গতকাল দুপুরে এ কথা জানান ঢাকা কলেজের শিক্ষার্থী মইনুল।
রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে চলমান সিটিআইটি মেলায় গতকাল শুক্রবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

মেলা প্রসঙ্গে বিসিএস কম্পিউটার সিটির সভাপতি আহমেদ হাসান জানিয়েছেন, মেলা নিয়ে আমাদের প্রত্যাশা অনেক। শুধু ব্যবসায়িক বিবেচনায় নয়, নতুন নতুন প্রযুক্তিপণ্যের সাথে ক্রেতাদের পরিচয় করাতে মেলা অগ্রণী ভূমিকা পালন করে।

আগামী প্রজন্ম অর্থাৎ শিশুরা যাতে ডিজিটাল প্রযুক্তির প্রতি আগ্রহী হয়ে ওঠে, সে চিন্তা করে সাজানো হয়েছে। মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিদিন মঞ্চ মাতাচ্ছে দেশের সঙ্গীত তারকারা। মেলায় গেমারদের জন্য গেম জোন তৈরি করেছে আসুস ও গিগাবাইট। প্রতিষ্ঠান দু’টির প্যাভিলিয়নের পাশে তৈরি করা হয়েছে গেমিং জোন। ট্রেন্ড মাইক্রো মেলা উপলক্ষে তাদের প্রতিটি ইন্টারনেট সিকিউরিটিতে দিচ্ছে মূল্য ছাড়। টিপি লিংক থেকে রাউটার কিনলে পাওয়া যাবে ২০ শতাংশ ছাড় ও সাথে দিচ্ছে একটি টি-শার্ট। রিশিত কম্পিউটার্স থেকে ল্যাপটপ, ডেস্কটপ পিসি কিনলে দিচ্ছে ডিনার সেট, কফি সেট ও স্যুপ সেট। মেলায় হাইটেক প্রফেশনালস দিচ্ছে ৯ হাজার ৯৯৯ ও ১৭ হাজার ৯৯৯ টাকায় ডেক্সটপ পিসি কেনার সুযোগ। সাথে উপহার হিসেবে থাকছে একটি প্রযুক্তিপণ্য। এ ছাড়াও মেলা উপলক্ষে প্রায় সব দোকানেই রয়েছে পণ্য ক্রয়ের ওপর ছাড়। মেলায় পণ্য কিনলেই ৫০০ টাকার গিফট ভাউচার দিচ্ছে এইচপি ও ডেল। এ ছাড়া লেনেভো, আসুস ও ডেলের পণ্য কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে পাওয়া যেতে পারে বিভিন্ন প্রযুক্তিপণ্য।

মেলা উপলক্ষে কম্পিউটার সিটির ১৬৫টি দোকানেই কমবেশি নতুন প্রযুক্তিপণ্য আনা হয়েছে। কম্পিউটার সিটির নিচতলায় মেলা উপলক্ষে সাজানো হয়েছে মঞ্চ। এই মঞ্চে প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার টিকিটের দাম ১০ টাকা। তবে প্রতিবন্ধী ও স্কুলশিক্ষার্থীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.