রাজধানীতে ৩ হাজার নতুন বাস নামানো হবে
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, গণপরিবহন সমস্যা দূর করতে রাজধানীতে তিন হাজার নতুন বাস নামানো হবে। এর মধ্যে এক হাজার হবে শীতাতপ নিয়ন্ত্রিত। রুট অনুযায়ী ভিন্ন ভিন্ন রঙ দেয়া হবে বাসগুলোর। এগুলো থাকবে আলাদা আলাদা স্থানে।
গতকাল রাজধানীর একটি হোটেলে সম্পাদকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ তথ্য জানান মেয়র আনিসুল হক। নগরীর বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, রাজধানীতে বহু সমস্যা রয়েছে। এর মধ্যে যানজট, জলজট, ড্রেনেজ, ময়লা-আবর্জনা, পাবলিক টয়লেট ও পার্কিং অন্যতম। এসব সমস্যা সমাধানে সম্পাদকদের সহযোগিতা চান তিনি।
আনিসুল হক বলেন, সিটি করপোরেশন যত কাজই করুক না কেন, জনগণ যদি সচেতন না হয়, তবে কোনো কাজই ফলপ্রসূ হবে না। রাজধানীবাসীর মধ্যে বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য প্রতিটি পত্রিকায় একটি স্থায়ী জায়গা বরাদ্দ রাখার আহ্বান জানান তিনি।
সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেন, ‘আপনি যে স্বপ্ন দেখাচ্ছেন, তা বাস্তবায়নের পথ কণ্টকাকীর্ণ হবে। ঢাকার প্রথম মেয়র মোহাম্মদ হানিফ মেট্রোপলিটন সরকারের কথা বলেছিলেন। এটা ছাড়া আপনি যেসব কাজ বলেছেন, সেগুলো সম্ভব নয়। এছাড়া আবাসিক এলাকায় গড়ে ওঠা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো উচ্ছেদ করা কঠিন হবে। এসব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নির্মাণের শুরুতেই গলদ রয়ে গেছে।’
দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘রাজধানীর উন্নয়নে ও সচেতনতা সৃষ্টিতে সিটি করপোরেশনের যে পরিমাণ সহযোগিতা প্রয়োজন, আমরা তা দেব।’
ফুটপাত দখলমুক্ত রাখতে বারবার অভিযান চালানোর পরামর্শ দেন জনকণ্ঠ সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ। তিনি বলেন, ফুটপাত দখলদারদের কবলে চলে যায়। আর মানুষ রাস্তার ওপর দিয়ে হাঁটে। ফলে যানজটের সৃষ্টি হয়। রাজধানীর মতিঝিল এলাকায় পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। সেখানে তিন-চার সারিতে রাস্তার ওপর গাড়ি পার্ক করে রাখা হয়।
সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে ঢাকা শহরের উন্নয়নের পরামর্শ দেন দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন।
মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে রাতের বেলায় ট্রাক জমা হতে দেখা যায়। এ বিষয়ে সতর্ক থাকতে হবে, যাতে আবার এখানে ট্রাকস্ট্যান্ড গড়ে না ওঠে।
কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন মেয়রের আট মাসের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘স্বপ্ন দেখতে শুরু করেছি, ঢাকার চেহারা বদলাবে। অতীতে বহুবার অনেকে স্বপ্ন দেখিয়েছেন। আপনার কাছ থেকে বাস্তবায়ন দেখতে চাই।’
ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ঢাকা উত্তরে যেসব উদ্যোগ নেয়া হচ্ছে, দক্ষিণেও তা নেয়া হচ্ছে কিনা দেখা দরকার। অনেকেই ঢাকা দক্ষিণের বাসিন্দা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ প্রমুখ।
মেয়র আনিসুল হক বলেন, আগামী জুনের মধ্যে ডিএনসিসি এলাকায় ১ হাজার ১০০টি শক্তিশালী ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) স্থাপন করা হবে। এগুলো স্থাপন করা হলে অপরাধ ৬০ শতাংশ কমে আসবে। রাজধানীর গুলশান-বনানী এলাকায় ১০০টি সিসি ক্যামেরা স্থাপন করায় ওই এলাকায় অপরাধ অনেকটাই কমে এসেছে।
রাজধানীতে ৬৯টি রাইট টার্নের কারণে যানজট বেশি হচ্ছে জানিয়ে আনিসুল হক বলেন, এরই মধ্যে তিনটি স্থানে রাইট টার্ন বন্ধ করে সুফল পাওয়া গেছে। রাজধানীতে ১৬৮টি বড় হোটেল-রেস্টুরেন্ট রয়েছে। এসব হোটেল থেকে শব্দদূষণের অভিযোগ পাওয়া যাচ্ছে। ঢাকা উত্তরের ১০টি স্থান অবৈধ পার্কিংমুক্ত করা হয়েছে। গুলশান-বনানী এলাকায় যানজট নিরসনে একমুখী যান চলাচল ব্যবস্থার চিন্তা চলছে।