রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান এলামনাই এসোসিয়েশনর সুবর্ণজয়ন্তী উৎসব

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ ও সমাজবিজ্ঞান এলামনাই এসোসিয়েশন (RUSAA) এর যৌথ উদ্যোগে গৌরবোজ্জ্বল ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী উৎসব ও তৃতীয় RUSAA সম্মেলন গত ২৫ ও ২৬ ফেব্রয়ারী ২০১৬ State Imparting Educationbin the Department of Sociology: Challenges and Opportunities” শীর্ষক সেমিনার ও সম্মেলনের আয়োজন করা হয়। অুনষ্ঠানটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামে অনুষ্টিত হয়।  সেমিনার ও সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ: আ: ফ. ম. আরেফিন সিদ্দিকী, এছাড়া বিশেষ অতিথি RWSAA এর সম্মানিত সভাপতি এবং বর্তমান উপাচার্য রা:বি: প্রফেসর ড. সুহাম্মদ মিজান উ্দ্দিন্ ।

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হওয়া সমাজ বিজ্ঞান বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা সমগ্র বাংলাদেশের মধ্যে একটি স্বাতন্ত্র প্রতিষ্ঠান হিসাবে পরিগনিত হয়েছে।বিভাগের প্রাক্তন প্রতিটি শিক্ষার্থী তাদের মেধা ও মননশীলতার মাধ্যমে নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। এ ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রেও মৌলিক গবেষণায় গুরুত্বপূর্ণ স্বর্নোজ্জ্বল অবদান রাখছেন। আমরা প্রতিটি শিক্ষার্থী এজন্য গর্বিত। অর্ধশতাব্দী অভিঙ্গতালদ্ধ সমাজবিজ্ঞান বিভাগ ভবিষ্যতে আরো জাতীয় নীতিনির্ধারণী কাজে অগ্রনী ভূমিকা পালনে সহযোগী হবেন- আমাদের সকলেরই এই প্রত্যাশা।

 

মাসুদ পারভেজ রণি
সাধারণ সদ্স্য
কেন্ত্রীয় কার্যনিবাহী পরিষদ
ও ট্রেজারার ঢাকা উপ কমিটি
সমাজ বিজ্ঞান বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়

RU01

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.