‘রাত্রীর যাত্রী’র শেষ মূহুর্তের শুটিং

প্রিয়.কম) হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত, ‘রাত্রীর যাত্রী’র শেষ মূহুর্তের শুটিং হয়ে গেল গত ২৬-২৭ ও ২৮ ফেব্রুয়ারি পূবাইলে এবং রোজ গার্ডেনে। শুটিংয়ে অংশ নেন চিত্রনায়িকা মৌসুমী, আনিসুর রহমান মিলন, এটিএম সামসুজ্জামান ও রেবকো। গ্রামের কিছু রোমান্টিক ও পারিবারিক কিছু দৃশের শুটিং করেন পরিচালক হাবিবুল ইসলাম হাবিব।
তিনি জানান, ‘রাত্রীর যাত্রী’র কাজ প্রায় শেষ পর্যায়ে, আরেক লটের শুটিং করে সম্পাদনার কাজে হাত দিবো। ইতিমধ্যে ‘রাত্রীর যাত্রী’র একটি আইটেম গান ইউটিউবে মুক্তি দিয়েছি এবং গানটির ব্যাপক সাড়া পেয়েছি। তা ছাড়া দেশের বিাভন্ন জেলায়, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ‘রাত্রীর যাত্রী’র দর্শক ফোরামের বন্ধুরা এটির প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন। এটি দেশের কোন সিনোমাকে নিয়ে প্রচারের নতুন একটি অধ্যায়। যা ভবিষতে দেশের সিনেমার প্রচারনার জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে।
উলে­খ্য, সিনেমার আইটেম গান ‘আমি সুন্দরী নারী’ ইউ টিউবে মুক্তি দেওয়ার পর বেশ সাড়া পেয়েছে। ‘আমি সুন্দরী নারী’ শিরোনামের এই গানটিতে নৃত্য করেছেন আইটেম কন্যা লায়লা নাঈম এবং কণ্ঠ দিয়েছেন বৃটেন প্রবাসী শিল্পী র“বাইয়াত জাহান। ‘রাত্রীর যাত্রী’ চলচ্চিত্রে ‘কি যে করো ময়না’ শিরোনামে আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী আসিফ আকবর এবং লেমিস। গান দুটি দর্শকরা ইচ্ছে করলেই এখন তাঁদের মোবাইলের ওয়েলকাম টিউন হিসেবে সেট করতে পারবেন।
bjvbxshjরাত্রির যাত্রী সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী, সালাহ উদ্দিন লাভলু ও আনিসুর রহমান মিলন, এটিএম এটিএম শামসুজ্জামান, শহিদুল আলম সাচ্চু, অরুণা বিশ্বাস, মারজুক রাসেল, সোনিয়া হোসেন, শিমুল খান, আনান জামান, জিয়া তালুকদার, মুক্তা হাসান, লায়লা নাঈম, সাদিয়া আফরিনসহ আরো অনেকে।
এ চলচ্চিত্রের কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। গত বছরের ২০ অক্টোবর বিএফডিসিতে সিনেমাটির শুভ মহরত অনুষ্ঠিত হয়। রাত্রির যাত্রী সিনেমাটি প্রযোজনা করছে ব্যাংক অব অডিও ভিজুয়াল আর্টস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.