‘রাহুল গান্ধী শিশু, তার উচিত টফি চোষা’
ভারতের কংগ্রেস দলের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে শিশু হিসেবে আখ্যায়িত করলেন সমাজবাদী পার্টির নেতা আজম খান। তিনি বললেন, রাহুল গান্ধী একটি শিশু। তার উচিত লজেন্স চোষা। উত্তর প্রদেশের রামপুরে আজম খান আরও বলেন, কেউই রাহুলকে গুরুত্ব দেয় না। রাহুল গান্ধীর সাম্প্রতিক বুন্ডেলখন্ড সফর নিয়ে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। জবাবে আজম খান বলেন, এখানে ওখানে সফর করে কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট অবশ্যই ক্লান্ত হয়ে পড়বেন। তার উচিত সঙ্গে কিছু টফি (লজেন্স) রাখা। যাতে নিজে তা চুষতে পারেন ও অন্য শিশুদের মধ্যে বিলাতে পারেন। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। এতে বলা হয়েছে, তীব্্র খরায় পুড়ছে বুন্দেলখন্ড। শনিবার সেখানে পদযাত্রা করেন রাহুল গান্ধী। প্রায় সাত কিলোমিটার লংমার্চ করেন তিনি। এ সময় তিনি সমাবেশে সরকারের কাছে দাবি তোলেন, এখন তেলের দাম বেশ কমেছে। এ থেকে সরকার যা সঞ্চয় করছে তা এ অঞ্চলের জন্য ব্যয় করা উচিত।